নারায়ণগঞ্জ  রবিবার | ৫ই জানুয়ারি, ২০২৫ | ২১শে পৌষ, ১৪৩১ শীতকাল | ৪ঠা রজব, ১৪৪৬

শিরোনাম
  |   আজমীরী গলিতে ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ৭০ তম ওরশ শুরু   |   ফতুল্লায় ফিজাকে হত্যা করে স্বামী মুন্না পরিবার নিয়ে পালিয়েছে    |   প্রবীণ সাংবাদিক তোফাজ্জল হোসেনের মৃত্যুতে এনইউজের গভীর শোক প্রকাশ    |   দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেনের  ইন্তেকাল   |   আড়াইহাজারে ৩১ দফা প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করলেন পারভিন   |   নারায়ণগঞ্জ অফিসার্স ফোরামের সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত   |   ৩১ দফা লিফলেট বিতরণ কালে মুকুল বলেন ফ্যাসিস্ট সরকার এ দেশকে ধ্বংস করে দিয়েছে   |   ফ্রাঞ্চাইজ ফুটবলে দেশসেরা নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটরস   |   জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসমাবেশ অনুষ্ঠিত   |   কেন্দ্রীয় কমিটির সাথে বিপিজেএ না.গঞ্জ শাখার নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ   |   জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেককাটা সহ নানা কর্মসূচী পালন করলো জিকো খান   |   শীতলক্ষ্যায় অনির্দিষ্টকালের জন্য নৌযান কর্মবিরতি, পণ্যপরিবহন বন্ধ   |   সিদ্ধিরগঞ্জে বিএনপির কর্মসূচীতে হামলা গ্রেপ্তার দাবিতে মানববন্ধন   |   বন্দরে পিকআপ ভ্যান সহ নগদ টাকা ছিনতাই আটক -১    |   বন্দরে নাট্যকার ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই দূর্বার আর নেই   |   বাংলাবাজারে জাকের পার্টির মিশন সভা ও জলছা মাহফিল অনুষ্ঠিত   |   আড়াইহাজার বাজারে হাত-পা বেঁধে ৪ দোকানে ডাকাতি   |   নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে জয়ি হওয়ায় ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন হৃদয়    |   ১২ মামলার আসামী সালামের চেয়ারম্যানের ডান হাত সন্ত্রাসী সোহেল বাহিনী বেপরোয়া    |   নিহত মেধারী শিক্ষার্থী ওয়াজেদ সিমান্ত হত্যার বিচার কার্যকর ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন
 প্রচ্ছদ   লীড নিউজ   আজমীরী গলিতে ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ৭০ তম ওরশ শুরু
আজমীরী গলিতে ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ৭০ তম ওরশ শুরু
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ শহরের  বাবুরাইল আজমীরী গলিতে ঐতিহ্যবাহি হযরত খাঁজা মঈনুদ্দিন চিশতী হাসান সানজারী (রহ:) ৭০ তম সাতদিনব্যাপি বাৎসরিক ওরশ মোবারক শুরু হয়েছে। ২ জানুয়ারী বৃহস্পতিবার  রাত নয়টায় শহরের আজমেরী গলি ২ নং বাবুরাইল এলাকায় হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নকশেবন্দ খানকায়ে দারুল ইস্ক চত্বরে তরিকার পতাকা উত্তোলন করে ধর্মীয় অনুভূতি ভাবগাম্ভীর্যে আনন্দঘন পরিবেশে ওরশ মোবারকে উদ্বোধন করেন ঢাকা নবাব বাড়ির বর্তমান গদ্দিনাসীন পীরজাদা হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াদ হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা তাহা হাসান নক্সেবন্দ আবুল ওলাই।

এর আগে পীরজাদাদের ফুল দিয়ে বরন করেন ওরশ কমিটি ও  পীরভাই আশেকান ভক্তবৃন্দরা। এসময় ওরশ মোবারক উদ্বোধন উপলক্ষে বর্নিল আতশবাজি ফোটানো হয়।
বৃহস্পতিবার  ২ জানুয়ারী ১ রজ্জব ওরশ মোবারক শুরু হয়ে ৭ রজ্জব ৮ জানুয়ারী পর্যন্ত সাত দিনব্যাপী নানা কর্মসূচীর পালন করে অনুষ্ঠিত হবে হযরত খাজা মঈনুদ্দিন চিশতী হাসান সানজারী (রহ:) বাৎসরিক ওরশ মোবারক। ৮  জানুয়ারী বাদ আসর আখেরী কুল ফাতেহার মধ্যদিয়ে ওরশ মোবারকের সমাপ্ত হবে।
ওরশ উদ্বোনের  সময় উপস্থিথ ছিলেন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতী ওরশ উদযাপন কমিটির সহ সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী রেজা রিপন,
সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, কোষাদক্ষ গোলাম মোস্তফা চঞ্চল, সহ কোষাদক্ষ ফাইজুল ইসলাম রুবেল, প্রচার সম্পাদক রুহুল আমীন স্বপন, সহ প্রচার সম্পাদক মোঃ মিঠু হাসান, সহ দপ্তর সম্পাদক মোঃ রিফাত
কমিটির সদস্য গোলাম সারোয়ার শুভ, সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ তরিকার পীর ভাই বোন ও আশেকান ভক্তবৃন্দরা এসময় উপস্থিথ ছিলেন।
ওরশ মোবারকের অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে বাবুরাইল এলাকায় অবস্থিত হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নক্সেবন্দ (রহঃ) খানকায়ে দারুল ইসক প্রতিদিন রাত সাড়ে ৯টায়
কুল ফাতেহা মজলিশে সামা (কাওয়ালী) এবং রাত ১০ টায় বাংলা বয়াতী গানের আসর অনুষ্ঠিত হবে। ৮ জানুয়ারী সকালে নেওয়াজ বিতরণ, ও বাদ আছর আখেরী কুল ফাতেহা মধ্যদিয়ে ওরশ সমাপ্ত হবে। সাতদিন ওরশে মোবারকের ৬ দিন বাংলা বয়াতি গান পরিবেশন করবেন ২ জানুয়ারী ১ রজ্জব বৃহস্পতিবার মোঃ টিটন সরকার বনাম আক্তার দেওয়ান, ৩ জানুয়ারী ২ রজ্জব শুক্রবার মোঃ বাদল সরকার বনাম কবি সালাউদ্দিন , ৪ জানুয়ারী ৩ রজ্জব মোঃ ফজল সরকার বনাম স্বপন দেওয়ান , ৫ জানুয়ারী  ৪ রজ্জব রবিবার মোঃ ফারুক সরকার বনাম মোঃ নজরুল দেওয়ান,
৬ জানুয়ারী ৫ রজ্জব সোমবার মোঃ পলাশ দেওয়ান বনাম ইউসূফ সরকার,৭ জানুয়ারী ৬ রজ্জব মঙ্গলবার মোঃ সফিক সরকার বনাম মোঃ শরিফ সরকার।
উল্লেখ্য, হিন্দুস্থানের আধ্যাত্মিক বাদশাহ সুলতানে হিন্দ, আতায়ে রাসুল (সা:) হযরত সৈয়দ খাঁজা মঈনউদ্দিন চিশ্তী গরীবে নেওয়াজ হাসান সানজারী (রহ:) এর ওরশ মোবারক ১৯৫৫ সালে বাবুরাইলে ওরশ উদ্বোধন করেন নবাববাড়ীর খানকায়ে দারুল ইশকের পীরে কামেল হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নকশেবন্দ আবুল ওলা (রহ:) ।  তখন থেকে ৭০ বছর যাবত এ ওরশ শরীফ পরিচালনা করতেন জননেতা  আলী আহমেদ চুনকা, এরপর দয়িত্ব পালন করেন জামির আহমেদ জমু, আলহাজ্ব আমিনুল ইসলাম, আলহাজ্ব আলমাস সরদার, আলহাজ্ব মোঃ শহীদুল্লাহ। বর্তমানে ওরশ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন- আলহাজ্ব মনোয়ার হোসেন মনা, ও সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আলী রেজা রিপন।
ইতিহাস থেকে জানা যায় এই উপমহাদেশের মহান আউলিয়া ৯৯ লক্ষ মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন।#

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!
error: Content is protected !!