সিরিজ বোমা হামলার প্রতিবাদে জেলা আ’লীগের প্রতিবাদ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ১৭ই আগষ্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ দিবস অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ই আগষ্ট) বিকেলে নগরীর ২নং রেলগেট সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদলের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় আবু হাসনাত মোঃ শহীদ ২০০৫ সালের ১৭ই আগস্ট তৎকালীন বিএনপি জোট সরকারের প্রত্যক্ষ মদদে সারাদেশে জঙ্গিবাদী গোষ্ঠী কর্তৃক সিরিজ বোমা হামলার প্রতিবাদ করেন।
এবং আগামীতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামায়াত’কে প্রতিহত করার আহ্বান জানান। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমএ রাসেল,
আওয়ামী লীগ নেতা নাজির উদ্দিন, আবু হাতেম, শ্রমিক লীগ নেতা আব্দুল কাদির, আওয়ামী লীগ নেতা মোঃ রানা ও যুবলীগ নেতা মোঃ সাইদুল ইসলাম সবুজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।#