সিটি কর্পোরেশন কারাতে দলের স্বর্ণ সহ ১৮ পদক অর্জনকারীকে সংবর্ধনা
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বঙ্গবন্ধু আন্তঃজেলা কারাতে প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কারাতে টিমের ১৮ পদক অর্জনকারী খেলোয়ারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গনে ১৮ জন পদক বিজয়ীদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিথ ছিলেন, আর এন আর গ্লাডিয়েটর নারায়ণগঞ্জ সিটি কারাতে একাডেমীর সভাপতি ও মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহমেদ আলী রেজা উজ্জল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টাউন প্লানার মইনুল কৃতি খেলোয়ারদের সংবর্ধনা প্রদান করেন।
এসময় আর এন আর গ্লাডিয়েটর নারায়ণগঞ্জ সিটি কারাতে একাডেমীর ফাউন্ডার এন্ড চিফ কোচ নূর মোহাম্মদ, সহকারী কোচ মেহেদী হাসান রাইয়ান মহিলা কোচ রাফিয়া ইসলাম নাইলা উপস্থিত ছিলেন।
পদক বিজয়ী সংবর্ধনা পাওয়া কৃতি খেলোয়াররা হলেন প্রথম স্বর্ণপদক রুফাইদা কাইয়ুম, দ্বিতীয় স্বর্ণ পদক শারজিল হক, তৃতীয় স্বর্ণ পদক জিলানী হক নাফি
প্রথম রৌপ পদক রিদোওয়ান মোহাম্মদ রিতাজ
দ্বিতীয় ও তৃতীয় রৌপ পদক রিজু রয়, চতুর্থ রৌপ্য তাহাসিন খান, পঞ্চম রৌপ্য পদক তাহমিদ খান
ষষ্ঠ রৌপ পদক সাদিদ আল আফ্রাদ
প্রথম ব্রোঞ্জ পদক হুমায়রা হারশি দ্বিতীয় ব্রোঞ্জ পদক রিদওয়ান মোহাম্মদ রিতাজ তৃতীয় ব্রোঞ্জ পদক ফারহান বিনতে মারুফ চতুর্থ ব্রোঞ্জ পদক রিজু রয়, পঞ্চম ব্রোঞ্জ পদক রিদওয়ান মোহাম্মদ রিজাজ ষষ্ঠ ব্রোঞ্জ পদক আম্মার আল ইয়াসির সপ্তম ব্রোঞ্জ পদক শারজিল হক অষ্টম ব্রোঞ্জ পদক জিলানী হক নাফি নবম ব্রোঞ্জ পদক সিদরাতুল মুনতাহা। উল্লেখ্য, গত ১২ আগস্ট ঢাকা ক্যান্টনমেন্টে সেনা প্লেস কনভেনশন হলে বঙ্গবন্ধু আন্তঃজেলা কারাতে প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কারাতে টিম ৩ টি স্বর্ণপদক সহ বিভিন্ন ক্যাটাগড়িতে ১৮ টি পদক অর্জন করেছেন। এ ১৮ জন কারাতে খেলোয়ার আর এন আর গ্লাডিয়েটর নারায়ণগঞ্জ সিটি কারাতে একাডেমীর ছাত্রছাত্রী। শনিবার ১২ আগস্ট ঢাকা ক্যান্টনমেন্টে সেনা প্লেস কনভেনশন হলে প্রতিযোগি বিজয়িদের হাতে পুরস্কার পদক তুলেদেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউথ এশিয়া কারাতে ফেডারেশনের সাধারন সম্পাদক ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ সভাপতি মোঃ ইকবাল হোসেন,
এসময় উপস্থিথ ছিলেন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্যকরি কমিটির সদস্য ও চিত্রনায়ক আলেক জেন্ডার বো।
এমন কৃতিত্ব অর্জন করায় আর এন আর গ্লাডিয়েটর নারায়ণগঞ্জ সিটি কারাতে একাডেমীর সভাপতি আহমেদ আলী রেজা উজ্জল জানিয়েছেন, জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় ৩ টি স্বর্ণ পদক সহ ১৮ টি পদক অর্জন এটা নারায়ণগঞ্জের গর্ব ও সুনাম বয়ে এনেছে। এই কৃতি কারাতে খেলোয়ারদের আজ সংবর্ধনা দিতে পেরে ভাল লাগছে।সফলতার জন্য ক্লাবের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আগামীতে আরো সাফলতা অর্জন করতে ক্লাবের প্রশিক্ষকদের দিকনির্দেশনা দেন। ক্লাবের ছাত্রছাত্রীরা করাতে প্রশিক্ষনে আরো দক্ষ ও সফলগামী হয়ে উঠে। #