শিরোনাম
নারায়ণগঞ্জ ৫ আসনে নির্বাচন করবে বলে ঘোষনা দিলেন – এমপি সেলিম ওসমান
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান বলেছেন, অক্টোবরে সংসদ ভেঙ্গে দেয়া হবে। এরপর একটি নির্বাচনকালীন সংক্ষিপ্ত সরকার গঠনের মাধ্যমে নির্বাচন হবে। তবে নির্বাচন কমিশন এখনো নির্বাচনের তফছিল ঘোষণা করেননি। নির্বাচনের তফছিল ঘোষণা হলে আমি নির্বাচনে অংশ গ্রহণ করব। আমি বিগত ২ বার এ আসনের সংসদ সদস্য হিসাবে কতটুকু উন্নয়ন করেছি তা বন্দরবাসী জানে। যদি আমার ভাগ্যে থাকে আমি আবার এমপি হয়ে আবার আপনাদের সামনে কথা বলতে পারব। বুধবার (২৭ সেপ্টম্বর) বেলা ১১টায় বন্দর উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা কমিটির সভায় কমিটির প্রধান উপদেষ্টা হিসাবে তিনি এ কথা বলেন।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম কুদরত-এ-খোদার সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক,কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান, বন্দর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মেহেরুন নাহার মিলি, পল্লী উন্নয়ন কর্মকর্তা শরিফ উল্ল্যাহ, সমাজ সেবা কর্মকর্তা ফয়সাল কবীর, বন্দর ইউপি চেয়ারম্যান হাজী এহসান উদ্দিন আহাম্মেদ, মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ রহমান, ধামগড় ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, মদনপুর ইউপি চেয়ারম্যান এম.এ সালাম,বন্দর প্রেসক্লাবের সভাপতি হাজী মোবারক হোসেন খান কমল ও বন্দর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুল্লাহ, উপজেলার বিভিন্ন বিভাগের প্রধানগণ। সভায় এলাকার যানজট,
মাদক ও দুর্নীতির বিষয়ে ব্যাপক আলোচনা হয়। সাংসদ সেলিম ওসমান আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছেন তা সারা বিশে^র কাছের কাছে মাইল ফলক। তাই এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারো শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। আমি সেলিম ওসমান নির্বাচিত হই বা না হই শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে। মনে রাখবের যদি ট্রেনের ইঞ্জিন ঠিক থাকে তবে বগি সঠিক ভাবে চলবে। তাই আমাদের দেশের উন্নয়নের ইঞ্জিন শেখ হাসিনা। তাকে পুনরায় ক্ষমতায় আনতে সকলের কাছে অনুরোধ জানাই। #