প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিনে মহানগর আওয়ামী লীগের দোয়া
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ডিজিটাল বাংলাদেশের রূপকার দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৭ তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাদ আছর নগরীর ২নং রেলগেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে এ দিনে দুনিয়াতে আসছেন। আমরা তার জন্য দোয়া করবো। তাই আমরা কেক কাটা অনুষ্ঠান বর্জন করেছি।
এছাড়াও আমাদের আগামী নির্বাচনকে সামনে রেখে একটা ডিজিটাল তথ্য কেন্দ্র চালু করা হচ্ছে। এ তথ্য কেন্দ্র যুবকদের দিয়ে পরিচালিত হবে। এখান থেকে নির্বাচনী সম্পূর্ণ কার্যক্রম ভাগ করে দেওয়া হবে। যুবকদের দায়িত্ব থাকবে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া।নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. খোকন সাহার সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হান্নান দুলাল, সহ-সভাপতি রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা ও জেলা কৃষকলীগের আহ্বায়ক এড. ওয়াজেদ আলী খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ। #