শিরোনাম
সচেতনতা বৃদ্ধিতে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিয়ের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ডাচ্ – বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ে সচেতনতা বৃদ্ধিতে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১ অক্টোবর বিকেলে শহরের চর সৈয়দপুর এলাকায় ডাচ্ – বাংলা ব্যাংক এজেন্ট ড্রীমী এন্টারপ্রাইজের আয়োজনে এ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে অতিথি ছিলেন,
ডাচ্ – বাংলা ব্যাংকের সিনিয়র এরিয়া ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম, ডাচ্ – বাংলা ব্যাংকের নারায়ণগঞ্জ সদর এরিয়ার মাস্টার এজেন্ট আফজাল হোসেন পন্টি, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের নারায়নগঞ্জ প্রতিনিধি রাকিব উল হাসান। এসময় ডাচ্ – বাংলা ব্যাংক এজেন্ট ড্রীমী এন্টারপ্রাইজের সত্বাধিকারী সারোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বলেন, ব্যাকিং খাতে গ্রাহকদের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির জন্য ডাচ্ – বাংলা ব্যাংক এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছে। এবং আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। এসময় বক্তারা বলেন, লেনদেনের সময় সকল গ্রাকদের প্রিন্টেট স্লিপ ও মোবাইল এসএমএস নিশ্চিত হয়ে লেনদেন করতে হবে।
ডিপিএস এবং এফডিআর গ্রাহকদের তিন থেকে ছয়মাসে অন্তত একবার নিকটতম ব্রাঞ্চে গিয়ে ডিপিএস, এফডিআর তথ্য যাচাই করার জন্য গ্রহকদের তাগিদ দেওয়া হয়। #