শিরোনাম
বাবুরাইল খাল পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন প্রকল্প ২টি আন্তর্জাতিক এ্যাওয়ার্ড অর্জন করেছে
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্মিত ১০ প্রকল্প শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে একটি হলো বাবুরাইল খাল পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন। এরই মধ্যে এ প্রকল্পটি দু’টি আন্তর্জাতিক এ্যাওয়ার্ড অর্জন করেছে।
বাবুরাইল খাল পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন বাবুরাইল খালটি শীতলক্ষ্যা নদী হতে ধলেশ্বরী পর্যন্ত ২.৮ কিলোমিটার দীর্ঘ একটি সংযোগ খাল । অবৈধ দখল ও দূষণের ফলে বাবুরাইল খালটি বদ্ধ জলাশয়ে পরিণত হয় । ২০১৭ সালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে খাল পুনঃখনন ও উন্নয়ন কাজ শুরু করা হয় । এ প্রকল্পের আওতায় রাস্তা , ড্রেন , ফুটপাথ , ফুট ব্রিজ , ভিউইং ডেক , ঘাটলা নির্মাণ , স্ট্রিট লাইট স্থাপন এবং বৃক্ষরোপণ করা হয়েছে । প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় নগরীর পরিবেশ উন্নয়নসহ গণপরিসরের চাহিদা পূরণ হয়েছে ।
প্রকল্পটি ২০১৬ সালে Asian Townscape Jury Award এবং ২০১৭ সালে Smart City Innovation Award ২০১৭ অর্জন করে । প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয় ১৭১.১৯ কোটি টাকা । এ প্রকল্পের কাজ জানুয়ারি ২০১৭ – এ শুরু হয় এবং জুন ২০২২ – এ সমাপ্ত হয় ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্মিত ১০ ( দশ ) টি গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিচিতিঃ-
নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি ( Dundee ) খ্যাত ঐতিহ্যবাহী শিল্পসমৃদ্ধ , বন্দর এবং বাণিজ্যিক নগরী । স্বাধীনতা ব্রিটিশ সরকার ১৮৭৬ সালে ৪.৫ বর্গমাইল এলাকা নিয়ে নারায়ণগঞ্জ পৌরসভা গঠন করে । পরবর্তী ১৯৭৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে আলী আহাম্মদ চুনকা পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয় । পরবর্তীতে নারায়ণগঞ্জের শিল্প ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী ২০১১ সালে তৎকালীন নারায়ণগঞ্জ , সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল পৌরসভা নিয়ে সিটি কর্পোরেশন ঘোষণা করেন । সিটি কর্পোরেশনের ২০১১ সালে অনুষ্ঠিত প্রথম সিটি নির্বাচনে ডা সেলিনা হায়াৎ আইভী মেয়র নির্বাচিত হন ।
তিনি সিটি কর্পোরেশন সমূহের মধ্যে প্রথম নির্বাচিত নারী মেয়র । পরবর্তীতে ২০১৬ ও ২০২২ সালে অনুষ্ঠিত সিটি নির্বাচনেও তিনি মেয়র নির্বাচিত হন । এছাড়া তৎকালীন নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে ২০০৩ হতে ২০১১ পর্যন্ত দায়িত্ব পালন করেন । তিনি বিগত ২০ বছর যাবৎ নারায়ণগঞ্জ নগরীর অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবা প্রদান করে আসছেন । #