শিরোনাম
স্বল্প খরচে ডায়ালাইসিস প্রতিষ্ঠানের কার্যক্রম বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে অসহায় ও নিম্ন আয়ের রোগীদের সল্প খরচে ডায়ালাইসিস প্রতিষ্ঠানের কার্যক্রম বৃদ্ধি করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে শহরের পশ্চিম দেওভোগ এলাকায় সোনার বাংলা ফাউন্ডেশন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে কিডনি ডায়ালাইসিস সেন্টার বর্ধিত করন প্যাথলজি ল্যাব এর কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য নারায়নগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী বলেছেন, সেবার মাধ্যমে সাধারণ নিম্ন আয়ের মানুষের চিকিৎসা প্রদানের আহবান জানিয়ে বলেন নীরব ঘাতক ব্যাধি এখন কিডনি রোগ। দেশে কিডনি রোগীদের সংখ্যা বাড়ছে কিন্তু ব্যয়বহুল চিকিৎসার কারণে অনেকেই চিকিৎসা নিতে পারছে না। তিনি বলেন সিটি করপোরেশন কিডনির রোগীরা ব্যয়বহুল চিকিৎসা সাধারণ মানুষ যাতে ব্যয় বহন করতে পারে সেজন্য কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করা হয়েছে।
তিনি জানান মাত্র ১৮০০ টাকায় ডায়ালাইসিস করা যাবে।বর্তমানে ১৫ বেড চালু করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সচিব হোসনে আরা বেগম, সোনারবাংলা ফাউন্ডেশনের পরিচালক ব্রিগেডিয়ার( অবঃ) আবদুল বারী,পরিচালক স্কোয়ার্ডন লিডার (অবঃ) সাজ্জাদ হোসেন।। পরে মেয়র কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করেন। #