শিরোনাম
প্রধানমন্ত্রী শেষ নির্বাচনী জনসভা না’গঞ্জের মানুষকে মূল্যায়ন করেছে আমরা গর্বিত
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আগামী ৪ জানুয়ারী বৃহস্পতিবার নারায়নগঞ্জে জনসভার বক্তব্য প্রদানের মধ্য দিয়ে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারনা শেষ করবেন বলে জানিয়েছেন নারায়গঞ্জ -৪ আসনের সংসদ সদস্য এবং একই আসনে দলের মনোনীত প্রার্থী শামীম ওসমান। তিনি জানান এবারের নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপুর্ন কারন আমরা প্রতিপক্ষের সাথে প্রতিদ্বন্দিতা করার পাশাপাশি অদৃশ্য শক্তির সাথে লড়াই করতে হবে। তিনি বলেন শেখ হাসিনা সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে এবং দেশের উন্নয়নের জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দেয়ার আহবান জানান।
তিনি বৃহস্পতিবার বিকেলে নারায়নগঞ্জ রাইফেল ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডবোকেট খোকন সাহা।
এসময় শামীম ওসমান আরো বলেন,
জাতিরজনক বঙ্গবন্ধুর প্রিয় জেলা নারায়ণগঞ্জ। এ কারনে মাননীয় প্রাধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছিল, নির্বাচনীর শেষ প্রচারনা জনসভা যেন নারায়ণগঞ্জে করা হয়। আজ বিকেলে আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন প্রচারনা শেষ জনসভা আগামী ৪ জানুয়ারী নারায়ণগঞ্জে হবে।
এ জনসভা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হয়ে। আমাদের মূল্যায়ন করে এমন সিদ্ধান্তে নারায়নগঞ্জের মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা খুশি। আমরা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই।
আমি এ নির্বাচন নিয়ে পাঁচটি নির্বাচন করেছি।
এবারের নির্বাচন নিয়ে শামীম ওসমান বলেন, আমি নির্বাচনী প্রচারনা ও গণসংযোগের সময় মানুষের মাঝে নির্বাচনের আমেজ দেখেছি। তারা উৎসাহ উদ্দীন নিয়ে নির্বান উপভোগ করছে এবং আগামী ৭ নির্বানে তারা সকলে ভোট দেওয়ার জন্য আগ্রহ নিয়ে বসে আছে। এবারের নির্বাচন ১০০ % সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি দুই থেকে আড়াইলাখ লোক জনসভায় অংশ নেবেন।
পরে শামীম ওসমান জালকুড়ি এলাকায় নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন। #