শিরোনাম
নারায়ণগঞ্জ ফ্রেন্ড ফরেভার NFF এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ ফ্রেন্ড ফরেভার (এন এফ এফ) এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ এপ্রিল ২৫ রমজান শহরের মাসদাইর এলাকায় মেরিডিয়ান লাউঞ্জে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
https://youtu.be/P9J71K2FueY?si=kpihUrc8y9aJKh9a
বিশেষ দোয়া করে যসকল বন্ধু মৃত্যু বরন করেছে তাদের আত্মার মাগফেরাত ও অসুস্থ বন্ধুদের সুস্থ্যতার জন্য দোয়া করা হয়।
ইফতার মাহফিলে নারায়ণগঞ্জ জেলার সকল বন্ধুদের একত্রিত হয়ে এন,এফ,এফ সুবিধা বঞ্চিত মানুষের কল্যানে সবসময় কাজ করছে এই প্রত্যয় ব্যক্ত করে পথচলা শুরু হয়।
নারায়ণগঞ্জ ফ্রেন্ড ফরেভার (এন এফ এফ) এর আয়োজনে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন, বিপুল, উজ্জল, লিয়ন, রোমান, রবিন, জুয়েল, সুমন, কাজল, রুবেল, হাবিব, বাহার, দোলন, কুতুব, মানিক, মুসা, আমজাদ, নাসির উপস্থিত ছিলেন। #