শিরোনাম
প্রেরণা সংগঠন মানুষের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরন করেছে
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ প্রেরণা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মানুষের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। রোববার ২৭ রমজান রাতে শহরে দেওভোগ পাক্কা রোড খানকা সড়ক এলাকায় এ কর্মসূচী পালান করা হয়।
এ কর্মসূচীতে বিতরন করা ঈদ উপহার সামগ্রীতে ছিল, একটা মুরগী, পোলাও চাল, তেল, চিনি, সেমাই।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আফরোজা হাসান ভিবা, দেওভোগ বড় জামে মসজিদের খতিব বিশিষ্ট মাওলানা শাহ মহিউদ্দিন হামিদী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক আহসান সাদিক শাওন , বঙ্গসাথী ক্লাবের সিনিয়র সহ সভাপতি ফয়জুল ইসলাম রুবেল,
https://youtu.be/P9J71K2FueY?si=kpihUrc8y9aJKh9a
দেওভোগ পাক্কা রোড খানকা সড়ক পঞ্চায়েত কমিটির সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন রমজান, এসময় প্রেরণা সংগঠনের উপদেষ্ঠা মোঃ আবুল হোসেন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ সালাউদ্দিন, মোঃ হায়দার, মোঃ সজন, প্রেরণা
সংগঠনের সাধারন সম্পাদক হাসান উল রাকিবের সভাপতিত্ব ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ জুম্মান হেসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ তোতা, মোঃ জামান, মোঃ সামাদ, মোঃ আজম খান, সুবির কুমার সাহা, মোঃ জুয়েল, মোঃ হাসান উল রাজিব, মোঃ সোহাগ, এসময় উপস্থিথ ছিলেন। #