শিরোনাম
বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নারায়নগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব বরণ করছে শিল্প ও বাণিজ্য নগরী নারায়ণগঞ্জ। বর্ষ বরণে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, ক্রান্তি খেলাঘর আসর সহ বিভিন্ন সংগঠন দিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। শহরে মাটির হাড়িতে, মাটির সরা,
https://youtu.be/P9J71K2FueY?si=kpihUrc8y9aJKh9a
রাজা-রানিসহ বিভিন্ন প্রাণীর মুখোশ ও মোটিফ নিয়ে মঙ্গল শোভাযাত্রা, নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে সাংসাকৃতিক অনুষ্ঠানের আলেযাজন, কবিতা আবৃতি সহ নানা আয়োজন।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বর্ষবরনের নানান কর্মসুচির আয়োজন করে। এদিকে সকাল থেকেই ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলোতে হালখাতা করা হয়। মঙ্গল শোভাযাত্রা থেকে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। #