সংখ্যালঘু পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদে প্রকাশ্যে বাড়ির দেয়ার ভাংচুড়,আহত ৪
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ‚মি দস্যুরা এক সংখ্যালঘু হিন্দু পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদের পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি আড়াইহাজার পৌরসভাধিন কামরানীরচর এলাকায় ঘটেছে।
পরিবারটি অভিযোগ সূত্রে জানাগেছে,দীর্ঘদিন যাবত এলাকার মৃত বিশ্বনাথ সাহার ছেলে নির্মল সাহার পরিবারের বসত বাড়ির সম্পত্তি দখলের পায়তারা করে আসছে প্রতিবেশী সোনা মিয়ার ছেলে বাছেদ সহ একটি সংঘবদ্ধ ভ‚মি দখলকারী দল। বেশ কিছুদিন ধরে নির্মল সাহার বাড়ির উপর দিয়ে জোর করে ব্যক্তিগত রাস্তা তৈরী করার চেষ্টা করে বাছেদ ও তার লোকজন। তারা এ জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য হিন্দু পরিবারটিকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে। সম্প্রতি নির্মল সাহা তার বাড়িটির সীমানায় ইটের প্রাচীর দেয়। গত বুধবার বিকালে বাছেদ ও তার লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হিন্দু পরিবারটির বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা নির্মল সাহা(৪১),তার মা মিনতি সাহা(৭৫),চাচাতো ভাই প্রবীর সাহা(২৫), স্ত্রী সুবর্ণা সাহা(২৮) কে পিটিয়ে আহত করে তাদের কাছ থেকে স্বর্ণালংকার লুট করে এবং বাড়ির ইটের প্রাচীর ভেঙ্গে ফেলে দেয়। এ ঘটনায় নির্মল সাহা বাদী হয়ে আড়াইহাজার থানায় বাছেদ সহ ৮জনের বিরুদ্ধে মামলা করে। এতে বাছেদ ও তার লোকজন এ হিন্দু পরিবারটিকে এলাকা ছাড়া করতে বাড়ি দখল সহ হত্যার হুমকী দিয়ে বেড়াচ্ছে বলে নির্মল সাহা জানান। আড়াইহাজার পৌরসভার সাবেক কাউন্সিলর প্রতিবেশী লিটন সাহা গুরুদাস জানান, এ পরিবারটির বাড়িতে প্রচুর জায়গা থাকার কারনে বাছেদ সহ তার লোকজন এ হিন্দু পরিবারটির সম্পত্তির প্রতি নজর পড়ে এবং তা দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে অভিযুক্ত বাছেদ দেয়াল ভাঙ্গা কথা স্বীকার করে জানান, নির্মল সাহার বাড়ির উপর দিয়ে তারা বেশ কিছু দিন ধরে যাতায়াত করে আসছিল। এ জায়গাটি তাদের নিকট বিক্রি করার প্রস্তাব দিলেও নির্মল সাহা তাদের কাছে বিক্রি না করে অন্যত্র বিক্রি করার চেষ্টা করছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং হিন্দু পরিবারটির বাড়ির দেয়াল ভাঙ্গা,মারপিট ও স্বর্ণলংকার নেওয়ার ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা গ্রহন করা হয়েছে বলে জানান।#
আড়াইহাজার প্রতিবেদকঃ
স, ০৩ঃ০৮ পি/এম