রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারীর মৃত্যু
রুপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আল আমিন নামের এক পথচারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার গোলাকান্দাইল হাট এলাকায় রাস্তা পারাপারের সময় ঘটে এ ঘটনা। নিহত আল আমিন (২৬) রূপগঞ্জ উপজেলার মঙ্গলখালি এলাকার হাফিজ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর ১২ টার দিকে রাস্তা পারাপারের সময় এশিয়ান হাইওয়ে সড়কের ভুমি অফিস সংলগ্ন সড়কটি পার হওয়ার সময় বস্তল থেকে গাজিপুরগামী দ্রুতগতিসম্পন্ন একটি ট্রাক আল আমিনকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ঘাতক গাড়িটি এশিয়ান হাইওয়ে সড়ক হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মুন্সি পাম্প এলাকায় যানজট লেগে থাকায় আটকে পড়ে।
এ সময় হাইওয়ে পুলিশ খবর পেয়ে নং ঢাকা মেট্টো ট-২০-০৫০০ ট্রাকটি আটক করে। তবে চালাক পালিয়ে গেছে বলে জানান ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ওসি মোঃ আরশাফ আলী মোল্লা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। #