শিরোনাম
তীব্র তাপদাহে নিতাইগঞ্জে শরবত বিতরন করলেন কাউন্সিলর বিভা
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ কাউন্সিলর বিভার নগরীর নিতাইগঞ্জে মোড়ে তীব্র তাপদাহে মানুষের মাঝে শরবত বিতরণ । নাসিক ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভার উদ্যোগে শরবত পান করানো হয়।
(শনিবার – ২৭ ই এপ্রিল ) বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত প্রচন্ড তাপদাহে ধারাবাহিক মানব সেবার ৪ র্থ দিনের মতো আজও শহরের নিতাইগঞ্জ মোড়ে মানুষকে শরবত পান করানো হয়।
দেশব্যাপী তীব্র তাপদাহে জনজীবনে নেমে এসেছে জণদুর্ভোগ , এই সময়ের ক্ষুদ্র আয়োজনটি নগরবাসীর জন্য সুস্তির, মানবিক দিক বলেও অনেকে অভিমত প্রকাশ করেছেন। #