শিরোনাম
বন্দর উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ভোট গ্রহন শুরু হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫৪টি ভোট কেন্দ্রে ১ লাখ ১৫ হাজার ৫৬৪ জন ভোটার তাদের ভোটদান করবেন। নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে পাঁচশতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি সাতশ আনসার সদস্য দায়িত্বে থাকবে।
এছাড়া পুলিশের ৮ টি টহলদলসহ বিজিবি ও র্যাব সদস্য স্ট্রাইককিং ফোর্সসহ ১০ জন ম্যাজিট্রেট দায়িত্ব পালন করবেন।উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১০ প্রতিদ্বন্দ্বীতা করছেন।
বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহন চলবে।এদিকে সকাল থেকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়লে ভোটারের সংখ্যা বাড়তে পাড়ে এমন জানিয়েছে সংশ্লিষ্টরা। #