বার বার মহাসড়ক দখল করে চাঁদাবাজি করছে কে ?
রূপগঞ্জ প্রতিবেদকঃ ভুলতা গাউছিয়া এলাকার ফুটপাত উচ্ছেদ করার পর দীর্ঘদিন ফুটপাত বন্ধ থাকার দুইমাস পর প্রশাসনের নীরবতায় হকারেরা ঢাকা সিলেট মহাসড়কের উপর আবারো কাঁচামালের বাজার বসিয়েছে। এমনই অভিযোগ উঠেছে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে। মহাসড়কের উপরেই দিনের বেলা যেমন তেমন সন্ধ্যার পর থেকেই এ সকল ভ্যান গাড়ির ব্যবসায়ীরা কাঁচাবাজারসহ বিভিন্ন মালামালের পরসা বসিয়ে মহাসড়ক লোক চলাচল বন্ধ করে দেয়। ভ্যানগাড়ির ফলে মহাসড়কে যানজটে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে।
পথচারীরা রাস্তা পারাপারে দুর্ঘটনার স্বীকারও হচ্ছে অনেকে। হাইওয়ে পুলিশের নিরবতায় জনমনে নেতিবাচক প্রভাব বিস্তার ঘটতে শুরু করেছে। সরেজমিনে দেখা যায় মহাসড়কের বেশিরভাগ অংশ দখলে রাখেছে ফুটপাত ব্যবসায়ী। চাঁদাবাজরা এদের থেকে প্রতিদিন তুলে নেয় টাকা। মহাসড়কে সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানজট থাকায় ভোগান্তিতে পড়ে পথচারীসহ দূরপাল্লার পরিবহন যাত্রীরা। যানজটে আটকে পড়া গাড়ির হাইড্রলিক্স হর্ণেও কান ঝালাপালা, অসুস্থ হয়ে পড়ে পথচারীসহ হাসপাতালের রোগীরা। সাধারন মানুষের অভিযোগ চাঁদাবাজ, কাঁচপুর হাইওয়ের পুলিশ ও ফাঁড়ি পুলিশের যোগসাজশে মহাসড়কে ফুটপাত বসানো হয়েছে। মহাসড়ক দখলের বিষয়ে জানতে চাইলে চাঁদাবাজদের বিরুদ্ধে ভয়ে কেউ নাম বলতে রাজি হয়নি। জানা যায় গাউছিয়া এলাকার তাঁতবাজার, আব্দুল হক মার্কেট ও গাউছিয়া কাঁচাবাজারে প্রায় হাজারখানেক দোকান থাকলেও এসকল দোকান একেবারেই ফাঁকা।
ফুটপাতে হকার বসার সুযোগ পাওয়ায় মার্কেটের দোকানে কেউ ব্যবসা করতে পারে না। মার্কেটের দোকানগুলো এখন আড়ৎ হিসাবে রেখে মহাসড়ক দখল করে ব্যবসা করে যাচ্ছে বলে জানা গেছে।ব্যবসায়ীরা জানান, এসকল মার্কেটে লাখ লাখ টাকার দোকান থাকলেও সেখানে কোন বেচাকেনা নাই শুধু ফুটপাতের কারনে, কাষ্টমাররা সব ফুটপাতে চলে যায়। ফুটপাতের ব্যবসা ভালো। হকারদের অভিযোগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের টাকা দিয়ে ফুটপাতে ব্যবসা করতে হয়। টাকা নেয়ার ব্যাপারে কারো নাম বলতে রাজিনা।এ বিষয়ে ভুলতা হাইওয়ে ফাঁড়ির ওসি মোঃ আশরাফ আলী মোল্লা বলেন আমরা প্রতিদিন ফুটপাত উচ্ছেদ করি কিন্তু উচ্ছেদের পরে আবার ফুটপাত বসে যায় তবে এটা নিয়ন্ত্রণ করবো ইনশাআল্লাহ। আমি বিষয়টি দেখবো।সচেতনমহল মনে করেন সাওঘাট কাঁচামালের আড়ৎ থাকায় এভাবে যানজটের সৃষ্টি হচ্ছে। তাই মহাসড়কের যানজট নিরসনে কাঁচাবাজারের আড়ৎ উচ্ছেদের বিকল্প নেই। #