নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২রা অক্টোবর, ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩২ শরৎকাল | ৯ই রবিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি   |   মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত   |   বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন জাকির খান   |   মহাঅষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত   |   দুই গ্রুপের টেঁটাযুদ্ধ উভয় পক্ষের ১২জন আহত   |   এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন   |   বিএনপিতে যোগদানে সর্বস্তরের শুভেচ্ছায় সিক্ত মাসুদুজ্জামান মাসুদ   |   দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে চায় – ড. আবদুল মঈন খান   |   লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট   |   বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক   |   প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং   |   বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত   |   সামর্থ্যহীন এমন ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান   |   শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন মাসুদুজ্জামান মাসুদ   |   বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি   |   আনিসুল ইসলাম সানি’র সাথে জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ   |   সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা দিতে হবে – প্রধান নির্বাহী জাকির হোসেন    |   সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত    |   কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া   |   দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
 প্রচ্ছদ   শীর্ষ খবর   শীতলক্ষ্যাকে বাঁচিয়ে রাখতে হবে নারায়ণগঞ্জের মানুষের স্বার্থেই
সমাপনী সভা / শীতলক্ষ্যাকে বাঁচিয়ে রাখতে হবে নারায়ণগঞ্জের মানুষের স্বার্থেই
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১০ জুন, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, নারায়ণগঞ্জ ও খুলনা নদীবন্দর এই দু’টি নদী বন্দরে শিল্প কারখানা বেশী। বাংলাদেশে এক্সপোর্ট ইমপোর্টের বিভিন্ন সামগ্রীর বেশীরভাগই এই দু’টি নদী বন্দর দিয়ে জাহাজযোগে আনা নেওয়া হয়ে থাকে। যে কারণে শীতলক্ষ্যা ধলেশ^রী নদীতে পণ্যবাহী জাহাজের সংখ্যাও অনেক বেশী। কয়েক হাজার পণ্যবাহী জাহাজ এই শীতলক্ষ্যা ধলেশ^রী নদীতে অবস্থান করে। এসব জাহাজগুলো নিরাপদ স্থানে অর্থাৎ একটি পোতাশ্রয়ে রাখার দাবি দীর্ঘদিনের। আমরাও মেঘনা নদীর কোন স্থানে ষাটনলের কাছাকাছি এসব জাহাজগুলো রাখার জন্য পোতাশ্রয় করা যায় কিনা সেটা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পেশ করবো। একটি দেশের অর্থনীতির চাকা কৃষি, শিল্পসহ অনেক কিছুর উপর নির্ভর করে। এজন্য শিল্পকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। শিল্পকারখানাগুলো দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ভূমিকা রাখে। তবে এসব শিল্পকারখানাগুলো যেন নদীকে দূষণ না করে পরিবেশ দূষণ না করে সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে।

সবগুলো কারখানাতেই বর্জ্য নিস্কাশনের নির্দিষ্ট জায়গা রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে অনিয়ম হচ্ছে যে কারণে দূষণগুলো হচ্ছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি বিআইডব্লিউটিএ নদীকে দখল দূষণমুক্ত রাখতে কাজ করে যাচ্ছে। শীতলক্ষ্যাকে বাঁচিয়ে রাখতে হবে নারায়ণগঞ্জের মানুষের স্বার্থেই। শীতলক্ষ্যাকে বাঁচিয়ে রাখতে হবে শিল্প মালিকদের স্বার্থেই। এজন্য আমাদেরকে শীতলক্ষ্যাকে দূষণমুক্ত রাখতে হবে। উন্নত স্মার্ট বাংলাদেশ গঠন করতে হলে আমাদেরকে নদী ও পরিবেশ রক্ষার কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল আযহা। এসময় নদীপথে যাত্রীবাহী লঞ্চগুলোতে যাত্রীর চাপ অনেক বেশী থাকে। একটা সময় লঞ্চ মালিকদের মধ্যে যাত্রীবোঝাই করে লঞ্চ চালানোর প্রবনতা থাকতো। যদিও সেটা কমে আসছে। তবে নারায়ণগঞ্জ থেকে চলাচলরত লঞ্চগুলো যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই করা না হয় সেদিকে আমরা সতর্ক থাকবো। সোমবার ১০ জুন বিকেলে নারায়ণগঞ্জ নদী বন্দরের টার্মিনালে ‘দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান স্মার্ট বাংলাদেশ গড়তে রাখবে অবদান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৪ এর সমাপনী দিনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মোঃ মোস্তাফিজুর রহমান।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ লঞ্চ মালিক সমিতির সভাপতি মোঃ বদিউজ্জামান বাদল, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ পরিচালক মোবারক হোসেন মজুমদার, উপ পরিচালক ওবায়দুল করিম, ডিইপিটিসি এর প্রধান প্রশিক্ষক মোঃ আশরাফুজ্জামান, নারায়ণগঞ্জ নৌ থানার এএসআই মোঃ আলামিন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ শিকদার প্রমুখ। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের নৌ নিট্রা বিভাগের উপ পরিচালক বাবু লাল বৈদ্য। সঞ্চালনায় ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের পরিদর্শক (টিআই) মোঃ সেলিম।
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ শিকদার বলেন, বিভিন্ন শিল্প কারখানার রং কেমিকেল খাল বিল নদীতে নিক্ষেপের মাধ্যমে শীতলক্ষ্যাকে দূষিত করা হচ্ছে। বিআইডব্লিউটিএ বিগত দিনে অসংখ্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে নদীর তীর রক্ষায় ওয়াকওয়ে সীমানা পিলার স্থাপন করেছে। আমরা আশা করবো নদীকে দূষণমুক্ত করতেও বিআইডব্লিউটিএ বলিষ্ঠ পদক্ষেপ নিবে। নৌপথ নিরাপদ রাখতে শ্রমিকদের প্রশিক্ষণের কোন বিকল্প নেই। পাশাপাশি শীতলক্ষ্যায় যেসব নৌযান এলোপাথারি বার্থিং করে রাখে এবং বালুবাহী বাল্কহেডগুলোতে নিরাপদে রাখতে পোতাশ্রয় নির্মাণ জরুরী।
নারায়ণগঞ্জ নৌ থানার এএসআই মোঃ আলামিন বলেন, শীতলক্ষ্যার তীরবর্তী এলাকায় কমপক্ষে ১১টি গরুর হাট রয়েছে। এসব হাটগুলোতে জোরপূর্বক গরু নামানোর ঘটনা ঘটছে। দেখা যায় সিরাজগঞ্জ পাবনাসহ বিভিন্ন জেলা থেকে বেপারীরা ট্রলারে করে গরু নিয়ে আসছে। দেখা গেছে সে হয়তো কোন হাট থেকে দাদন নিয়েছে। কিন্তু আসার পথে কোন হাটে তাদের ট্রলার আটকে জোর করে গরু নামানো হচ্ছে। এভাবে জোর করে গরুর ট্রলার থামাতে গিয়ে রোববার মদনগঞ্জে হাট ইজারাদারের একটি ট্রলার ডুবে গেছে। যদিও কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। আমাদের নৌ পুলিশের স্বল্পতা রয়েছে। দেখা যায় আমরা খবর পেয়ে একদিকে যাচ্ছি তো অন্যদিকে ঘটনা ঘটছে। তিনি আরো বলেন, শীতলক্ষ্যা নদীকে দখল দূষণমুক্ত রাখার কোন বিকল্প নেই। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...