নারায়ণগঞ্জ  শনিবার | ১৭ই মে, ২০২৫ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ গ্রীষ্মকাল | ১৮ই জিলকদ, ১৪৪৬

শিরোনাম
  |   ইসলামী আন্দোলন কলাগাছিয়া ইউনিয়ন শাখা পরিচিতি সভা অনুষ্ঠিত   |   সোনারগাঁয়ে প্রত্ন সম্পদ সংরক্ষণ শীর্ষক গোলটেবিল বৈঠক   |   সাংবাদিক জিসান-মিথুনের মুক্তি দাবি রফিউর রাব্বির   |   বিকেএমইএ’র কার্যনির্বাহী সভাপতি হাতেম, ৭ সহ সভাপতি নির্বাচিত   |   মাদক বিক্রির টাকা ভাগভাটোয়ারা নিয়ে জিমখানায় যুবক হত্যা   |   আইভী ইস্যুতে মামলায় রিয়াদ সহ গ্রেফতার ৪   |   বিএনপি থেকে বিহিস্কৃত রিয়াদ মাহামুদ চৌধুরী বিমানবন্দরে আটক   |   আম কুড়াতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত    |   গভীর রাতে অযথা রাস্তায় ঘুরাফেরার অপরাধে ৩ যুবক আটক   |   বন্দরে বজ্রপাতে ৮ম শ্রেণী শিক্ষার্থী নিরবের মৃত্যু   |   অটোরিক্সা চালক জামান মিয়া হত্যা মামলায় তিন আসামীর ফাঁসি   |   বাড়িতে ফেরার পথে পোশাকক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ   |   আজাদ রিফাত ক্রিকেট ফেস্টিভাল সিজন -১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত   |   ৭১ টিভি সাংবাদিক রিয়াজের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ   |   আইভীকে গ্রেফতারের সময় বাঁধা প্রদান, হামলা মামলায় ৩ জন গ্রেফতার   |   জমি অধিগ্রহণের চেক প্রদান করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা   |   লায়ন ডিস্ট্রিক্ট নির্বাচনে মনা, মহসিন, রানা নির্বাচিত    |   ইটভাটায় মাটি বিক্রি না করায় পুলিশের উপস্থিতিতে বৃদ্ধার ওপর হামলা   |   ভারত পাকিস্তান যুদ্ধ শুরু, চলছে পাল্টাপাল্টি হামলায়, হতাহত | ৫ বিমান ভূপাতিত   |   হকার জুবায়ের হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
 প্রচ্ছদ   জেলার খবর   সাংবাদিকদের হয়রানি মূলক মিথ্যা মামলার প্রতিবাদে বন্দর প্রেসক্লাবের মানববন্ধন
সাংবাদিকদের হয়রানি মূলক মিথ্যা মামলার প্রতিবাদে বন্দর প্রেসক্লাবের মানববন্ধন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪
বন্দর প্রতিবেদকঃ  নারায়নগঞ্জ বন্দর প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও বর্তমানে  কার্যনির্বাহী সদস্য  দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি নূরুজ্জামান মোল্লা  সহ ৬  সাংবাদিকের বিরুদ্ধে  হয়রানির মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করেছে বন্দর প্রেসক্লাব ও বন্দর সাংবাদিক কল্যান সমিতিসহ স্থানীয় গনমাধ্যমকর্মীরা। বুধবার (২৬ জুন) বেলা ১১ টার দিকে বন্দর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বন্দর প্রেসক্লাব ও বন্দর সাংবাদিক কল্যান সমিতির সভাপতি মোবারক হোসেন খান কমল বলেন,গনমাধ্যমকর্মীরা তথ্য উপাথ্য সংগ্রহ করে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করেন। সমাজের অসংগতি গুলো সাংবাদিকরা প্রকাশ করেন। অথচ ইদানিং সহসায় কালো টাকার মালিকদের যোগসাজসে সাংবাদিক বিরুদ্ধে মামলা নিচ্ছে প্রশাসন। যা খুবই দু:খ জনক। প্রশাসনকে হুশিয়ার করতে চাই সাংবাদিকের বিরুদ্ধে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এবং তদন্ত করতে হবে। নইলে সাংবাদিকরা বসে থাকবে না। আমরা সকল কলম সৈনিকদের নিয়ে অসাধু কালো টাকার ব্যবসায়ী ও অসাধু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আলটিমেটাল দিয়ে কর্মসূচি দিতে বাধ্য হব। সাংবাদিকের বিরুদ্ধে এসব মিথ্যে মামলার তীব্র প্রতিবাদ জানাই।
বন্দর প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক  মহিউদ্দিন ছিদ্দিকীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,  বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা কবির হোসেন,    বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির সহ সভাপতি এসএম শাহীন, সিনিয়র সাংবাদিক সাব্বির আহম্মেদ সেন্টু,  বন্দর প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক জি.এম সুমন ও বন্দর প্রেসক্লাবের নিবাহী সদস্য হাজী নাসির উদ্দীন ও স্থায়ী সদস্য  মাহফুজ আনাম জাহিদ  প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বন্দর প্রেসক্লাবের সহ সভাপতি মেহাবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন,   অর্থ সম্পাদক মেহেদী হাসান সজিব, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, প্রচার সম্পাদক শাহ জামাল,  ক্রীড়া সম্পাদক দ্বীন ইসলাম দিপু, স্থায়ী সদস্য জিএম মজনু, মেহেদী হাসান মুন্না, ইকবাল হোসেন, মামুনুল, লতিফ রানা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজিম আহম্মেদ,  সিনিয়র সাংবাদিক এসএম আব্দুল্লাহ, সাংবাদিক শেখ আরিফ, শহিদুল ইসলাম শিপু, প্রান্ত, বন্দর মডেল প্রেসক্লাবের সদস্য সচিব,  মান্নান খান বাদল,ইব্রাহিম খলিল, কুমকুম, আকরাম, কিবরিয়া, শাহারিয়া ইমন, রাশেদুল ইসলাম অভি ও  ফারুক সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
উল্লেখ্য,  বন্দর উপজেলার ধামগড় ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য সফুরউদ্দিন মনদপুর ইষ্ট টাউন এলাকার ভাড়াটিয়া  রাজমিস্ত্রী পান্না মিয়াকে কারাগারে পাঠিয়ে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গত ১৪ মে  দৈনিক মানবজমিন সহ স্থানীয় সকল  পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।  এ প্রকাশিত সংবাদের জের ধরে সফুরউদ্দিন মেম্বার বাদী হয়ে গত ১৪ মে এবং ৪ জুন পৃথক পৃথক ভাবে   নারায়ণগঞ্জ আদালতে
দৈনিক মানবজমিন নূরুজ্জামান দৈনিক ইনকিলাব আবু নাসের,  বাংলাদেশের আলোর মনির হোসেন, স্থানীয় দৈনিক  রুদ্রবার্তা’র  আনোয়ার হোসেন, দৈনিক নীর বাংলা বিল্লাল হোসেন ও হাসান আলী শুভ সহ ৬ সাংবাদিকের বিরুদ্ধে দুই কোর্ট পিটিশন মিথ্যা  মামলা দায়ের করেন। প্রথম  মানহানি মামলাটি পুলিশ অব ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই নারায়ণগঞ্জকে,  দ্বিতীয় মামলাটি বন্দর থানা পুলিশকে  তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

error: Content is protected !!
error: Content is protected !!