৪০০ বছরের পুরোনো হরিজন কলোনী উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন
বন্দর প্রতিবেদকঃ ৪’শ বছরের পুরোনো মিরনজিল্লা সিটি কলোনীতে মাল্টি কমপ্লেক্স মার্কেট নির্মানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ বন্দর থানা শাখা নেতৃবৃন্দ।শুক্রবার (২৮ জুন) বিকেল ৫ টায় একরামপুর সিটি কর্পোরেশনের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ বন্দর থানা শাখা কমিটি সভাপতি স্বাধীন লালের সভাপতিত্বে, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শ্যামল বাবু।এ সময় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা হরিজন পাঞ্চায়েত প্রাধান শরিফ লাল, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জেলা কমিটির সাধারন সম্পাদক প্রতাব চন্দ্র দাস,
যুগ্ন সম্পাদক বাবু লাল, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ সোনারগাও শাখা কমিটির সভাপতি স্বপন, সাধারন সম্পাদক সোহান লাল, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ সিদ্ধিরগঞ্জ শাখা কমিটির সভাপতি রনজন লাল, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ সদর কমিটির সাধারন সম্পাদক অমল দাস, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জেলা কমিটির সহ-সভাপতি অনিল লাল, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ বন্দর থানা কমিটির সাধারন সম্পাদক রাকেশ রায়সহ একাধিক ব্যাক্তি। #