কদমতলী ষ্টীল মিলে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট সেনা সহযোগীতায় মাল উদ্ধার
নারায়ণগঞ্জের খবর প্রতিবেকঃ কদমতলী ষ্টীল মিলে লুট হওয়া মালামালের কিছু অংশ সেনাবাহিনীর সহযোগীতায় উদ্ধার হয়েছে। মিলের অফবস ও গোডাউনে লুটপাটহামলা, ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এছাড়া অফিসে সবকিছু লুটপাটের পাশাপাশি দুর্বত্তরা ক্যাশ টাকা নিয়ে যায় বলে কদমতলী ষ্টিল মিল কোম্পানি পক্ষে এতথ্য জানানো হয়েছে।
জানানো হয়, কদমতলী স্টিল মিলে ৫ আগস্ট রাত্রে দুর্বৃত্তরা হামলা চালায় । আগুন লাগিয়ে দেয় কদমতলী ষ্টীল মিলে এবং অফিস সবকিছু লুটপাট করে নেয়। অফিসে থেকে তারা ৫০ লক্ষ টাকা ক্যাশ সিন্দুক ভেঙে নিয়ে যায়।তারা জানায়, দুই থেকে তিন হাজার টন রড লুটপাট করে নিয়ে যায় দুর্বত্তরা। যার বর্তমান মূল্য ২৫ থেকে ৩০ কোটি টাকা।প্রতিষ্ঠানটির অভিযোগ, বিএনপির সাবেক এমপি সালউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ ও মেম্বার আলমগীর বাহিনী কদমতলী ষ্টীল মিলের অফিসে হামলা চালায়।
এলকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সরকার পতনের খবর প্রচার হতেই দুর্বৃত্তরা একযোগে হামলা চালায়। অভিযোগের পর গত কয়েক দিনে সেনাবাহিনী বিভিন্ন স্থানে এলাকাবাসীর সহযোগীয় কিছু মালামাল উদ্ধার করেছে। এ সস্পর্কীত কোন তথ্য জানা থাকলে তা কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। #