নারায়ণগঞ্জ  রবিবার | ১৬ই নভেম্বর, ২০২৫ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ হেমন্তকাল | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   প্রীতি ফুটবল ম্যাচে সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের জয়   |   বিশ্ব ডায়াসেটিক দিবসে সচেতনতা র‍্যালী, বিনামূল্যে স্বাস্থ্য সেবা আলোচনা সভা    |   জনগণ আ’লীগের ডাকা লকডাউনে সামান্য পরিমাণও সাড়া দেয়নি – এ্যাডঃ সাখাওয়াত   |   মসজিদ আল্লাহর ঘরে আইনজীবী, বিচারপ্রার্থী সবাই ইবাদত করবেন – এড. আনোয়ার   |   লকডাউনে নাশকতা এড়াতে র‌্যাবের চেকপোস্ট ও টহল কঠোর নজরদারি   |   লকডাউনের বিরুদ্ধে যুবদল নেতা রিয়াদ ও সাইফুলের অবস্থান কর্মসূচি পালন   |   আওয়ামীলীগের লকডাউন ঠেকাতে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   ৪ আসনে মোহাম্মদ আলীকে এমপি প্রার্থী’র মনোনয়ন চাইলেন তৃনমূল মুক্তিযোদ্ধারা    |   বন্দরে দেশের বিশ্বস্ত ও স্বীকৃত সেফটি ট্রেনিং প্রতিষ্ঠানের শুভ উদ্ধোধন    |   দলের সিদ্ধান্তই আমাদের একমাত্র পথনির্দেশনা – মাসুদুজ্জামান মাসুদ   |   ১৩ নভেম্বর গণহত্যার রায়ে লকডাউন আহ্বানের বিরুদ্ধে টিপু’র বিশাল মিছিল   |   বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলমের গণসংযোগে ব্যাপক সাড়া   |   জুলাই আন্দোলনে শহীদের শিশু সন্তানের হাতে দিয়ে নমিনেশন সংগ্রহ জাবেদ আলম   |   উদাসীনতায় বন্দর ২০নং ওয়ার্ডের ১০০ফিট সড়কে ময়লা-আবর্জণার স্তূপ    |   মাদক মামলায় এজ যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ   |   মা ও শিশু কল্যান কেন্দ্রে ডিসির মাতৃস্বাস্থ্য নিশ্চিতকরণে কার্যকর উদ্যোগ   |   বিডিএস জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন   |   মাসুদুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের বাড়ি বাড়ি হাজির হবেন – সেন্টু   |   শহীদ জিয়া শুধু রণাঙ্গনে যুদ্ধ করেননি দেশের ক্রান্তিকালে হাল ধরেছেন – মুহাম্মদ গিয়াসউদ্দিন   |   পীরজাদা মারুফ সিরাজ শাহর জন্মদিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
 প্রচ্ছদ   জেলার খবর   মদনপুর যুবলীগের সভাপতি প্রার্থী আশিক এখন যুবদল নেতা !
বোলপল্টি / মদনপুর যুবলীগের সভাপতি প্রার্থী আশিক এখন যুবদল নেতা !
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
বন্দর প্রতিবেদকঃ  বন্দরের কুখ্যাত চাঁদাবাজ সালাম চেয়ারম্যানের অন্যতম সহযোগী আশিকুর রহমান ওরফে ত্রাস আশিক এখন বিএনপি নেতা। ইদানীং ফেসবুকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান,বিএনপি’র সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একের পর এক পোষ্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। আশিক তার আইডি থেকে বিভিন্ন জনের প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজেকে জেলা ছাত্রদলের সাবেক নেতা দাবি করলেও কিছুদিন আগেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী চলাকালে বিএনপি ও জামায়াতে ইসলামীকে কটাক্ষ করে বিদ্রুপ পোষ্ট করেন।
পরিস্থিতি বুঝে আশিক তার আইডি থেকে সেসব পোষ্ট ডিলেট করে দেন। কিন্তু  হরিণী চতুর আশিক তার পোস্ট রাতারাতি ডিলেট করে বিএনপি নেতা-নেত্রীদের ছবি দিয়ে পোষ্ট দিলেও অনেকেই তার পূর্বেকার পোষ্ট স্ক্রীনশর্ট রেখে বিভিন্ন আইডি থেকে তার চরিত্রের গুণাবলী তুলে ধরছেন। আশিকের বিষয়টি বর্তমানে টক অব দ্য বন্দর হয়ে দাড়িয়েছে। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে মদনপুর ইউনিয়নের জনৈক ব্যবসায়ী জানান, আমরা জানি আশিক বন্দর উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন। তিনি সালাম চেয়ারম্যানের সসস্ত্র ক্যাডার ছিলেন। সব সময় সে সালাম চেয়ারম্যানের কথায় বিভিন্ন চাঁদাবাজী থেকে শুরু করে সব রকমের অপকর্ম করতো। অপরাপর ব্যক্তি একই শর্তে জানান, মদনপুরে চলমান বৈষম্য ছাত্র আন্দোলনে ৪ আগস্ট সকাল থেকে মদনপুরে চলে উত্তাল অবস্থা। ১দফার দাবিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশে সহমত জানিয়ে অবস্থা নেন সাধারন জনতা।
তারা শান্তিপূর্ণ ভাবে তাদের আন্দোলন কর্মসূচি পালন করেন। আর সে সময় মদনপুর ইউপি চেয়ারম্যান সালামের  পালিত সন্ত্রাসী মদনপুর যুবলীগের সভাপতি প্রার্থী আশিকুর রহমান আসিকের নেতৃত্বে, দেশি-বিদেশি অস্ত্র নিয়ে হামলা করেন সাধারন শিক্ষার্থী ও জনতার উপর। এতে করে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহতের ঘটনা ঘটে। সে সময় সাধারণ শিক্ষার্থীরা জানান দেওয়ানবাগ এলাকার যুবলীগের মদনপুর ইউনিয়ন সভাপতি পদপ্রার্থী সালামের পালিত সন্ত্রাসী  আশিক প্রকাশ্যে বিদেশি অস্ত্র হাতে গুলি করতে থাকেন এবং তার সাথে থাকা সকলের কাছে দেশি অস্ত্র দিয়ে আমাদের সাধারণ আপনাদের ওপর নিশংস হামলা চালায়। আহতদের উদ্ধার করে মদনপুরে বারাকা হসপিটালে নিয়ে যাওয়া হয়। এদের মাঝে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এবং এই আশিক তার ফেসবুক আইডি থেকে হকিস্টিক হাতে  বিএনপির জামাত শিবির ও ছাত্রদের দমনের জন্য একাধিক পোস্ট করেন। তিনি তাতে লেখেন…  বিএনপি ও তাদের মিত্র নিষিদ্ধ সংগঠন জামাত-শিবির সারা বাংলাদেশের যে নৃশংস সহিংসতা ও বর্বরতা চালাচ্ছে তার বিরুদ্ধে দেশ রক্ষাতে আমি আশিকুর রহমান আশিক আলহাজ্ব গাজী এম এ সালামের নেতৃত্বে রাজপথে আছি।
৫ আগস্ট সোমবার স্বৈরাচার শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পরপরই গা ঢাঁকা দেন সালাম চেয়ারম্যান ও তার পালিত সন্ত্রাসী আশিক ও তার অনুসারিরা। এর পরপরই নিজেকে বাচাঁতে আসিক তার ফেসবুক আইডি থেকে ছবি চেঞ্জ করে কভার পিক ও প্রোফাইল পিকচারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি দেন। এবং বিএনপির নেতাদের সাথে আত্তাত করে চাইছেন তার  অতিতের সব অপর্কম ঢাকতে।
মদনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী ও সাবেক যুগ্ম সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের মোঃ জহিরুল ইসলাম ভূইয়া তার ফেসবুক আইডি থেকে আওয়ামীলীগের ব্যানার হাতে আশিকের একটি ছবি দিয়ে পোস্ট করেন তা হুবহু তুলে ধরা হলো।
একটা সময় ছিল বন্দর উপজেলা নামক একটি ব্যানার ধরবে এমন লোক খুঁজে পাওয়া যেত না আর এখন আশিকের মতন লোক অভাব হয় না
আশিকের মত কিছু লোক কে যখন দেখি বিএনপিকে নিয়ে অনেক কিছু লিখে। তখন নিজেকে রোহিঙ্গা রোহিঙ্গা মনে হয়। এর কারণ কি?#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...