শিরোনাম
ফেনীতে বন্যা কবলিত ৬শ পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরন করলেন ভিবা হাসান


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও বর্তমান ১৬ ১৭ ১৮নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর বিভা হাসান বন্যা কবলিত এলাকার ছয়শত পরিবারের মাঝে শুকনো খাবার ও বস্ত্র বিতরণ করেছেন। মঙ্গলবার ২৭ আগস্ট
ফেনী জেলার দাগন ভূঞা এলাকার ১০ সদস্যের একটি টিম ত্রানসামগ্রী নিয়ে ভিবা হাসান বিভিন্ন গ্রামে ত্রান সমগ্রী বিতরন করেন।

এসময় তিনি ফেনী জেলার দাগন ভূঞা এলাকার কয়েকটি স্কুল, মাদ্রাসা ও মন্দিরে বুক সমান পানিতে হেটে হেটে গিয়ে বন্যার পানিতে নিমজ্জিত মানুষদের মাঝে শুকনো খাবার ও বস্ত্র বিতরণ করেন। এই কাজে সহায়তা করেন ঐ এলাকার এক সনাতন ধর্মাবলম্বিদের একটি টিম। বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত এ ত্রান সামগ্রী বিতরন করা হয়।

রাতেই বিভা হাসান ও তার টিম নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন এবং ভোর পাচটায় এসে পৌছান।
দুস্থ পরিবারগুলো খাদ্য সহায়তা পেয়ে খুবই সন্তুষ্টি প্রকাশ করেন।
এ বিষয়ে বিভা হাসান জানান, দেশের এই ক্রান্তিলগ্নে বন্যা কবলিত মানুষের পাশে থাকতে পেরে আত্মতৃপ্তি পাচ্ছি। সবসময় মানুষের পাশে থাকবো। #
