শিরোনাম
নিখোঁজের না পেয়ে স্বজনরা পুড়া ধ্বংসাবশেষ নিয়ে যাচ্ছে জানাজ ও দাফনের জন্য
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় অগ্নিকান্ডে ঝুকিপূর্ণ ভবন পরিদর্শন করেছে বুয়েট ও ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ দল। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগুনে পুড়ে ভবনটি ঝুকিপূর্ণ হয়ে পড়ায় উদ্ধার অভিযান করা যাচ্ছে না। আর এ কারনে নিখোঁজের উদ্ধার অভিযান বন্ধ রয়েছে। বিশেষজ্ঞরা বলছে, আগুনে পুড়ে যাওয়া ভবনটি এতই ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে উদ্ধার কাজ ঝুকিপূর্ণ। এদিকে তিন দিন দিনরাত অপেক্ষে করেও আগুনে নিখোঁজদের সন্ধান পাচ্ছে না স্বজনরা। আগুনে পুড়া অংশের মাটি নিয়ে যাচ্ছে গায়বানা জানান ও দাফনের জন্য। তাদের আহাজারি শোনার কেউ নেই এমন অভিযোগ স্বজনদের।
আজ সকালে বুয়েটের একটি বিশেষজ্ঞ দল পরিদর্শন শেষে জানিয়েছেন, আমরা দেখেছি এ ঝুকিপূর্ণ ভবনে উদ্ধার অভিযান করাটা ঝুকিপূর্ণ। ভবনের উপরের তিনটি ফ্লোরের ছাদের অংশ ভেঙ্গে পড়েছে। তাই উদ্ধার অভিযান করা ঝুকিপূর্ণ। দীর্ঘ সময় আগুন জলায় চার, পাঁচ ও ছয়তালার ছাদ ভেঙ্গে গেছে। ভবনে বিম বাকা হয়ে গেছে। আগুনে পরে ভনের ছাদের রড বেরিয়ে গেছে। এ অবস্থায় অভিযান করতে গেলে ভবনটি ভেঙ্গে পড়তে পারে। এসময় কোন মরদেহ চোখে পড়েনি।
এদিকে তিনদিন রাতদিন অপেক্ষা করে নিখোঁজদের স্বজনরা পুরা অংশের মাটি নিয়ে যাচ্ছে গায়বানা জানান ও দাফনের জন্য
আজ সকালে রূপগঞ্জে গাজী টায়ার আগুনে পুরে ঝুকিপূর্ণ ভবনটি পরিদর্শন করেন বুয়েট সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের প্রফেসর রাকিব আহসান,ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের সহকারী পরিচালক মোঃ আনোয়ারুল হক সহ একটি বিশেষজ্ঞ দল।
এদিকে দুপুরে গাজী টায়ার কারখানায় আগুনে পুড়ে যাওয়া ৬ তলা ভবনের বেজমেন্টে উদ্ধার অভিযান চালিয়ে সেখানে কোন মরদেহ পায়নি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছে উপরের তলাগুলো ঝুকিপূর্ণ হওয়ায় উদ্ধার অভিযান চালানো সম্বব হচ্ছে না। আজ আমরা এ ভবনের নিচের তলা ভেসমেন্ট অভিযান চালিয়ে দেখেছি সেখানে কেউ আটকে ছিল কিনা। সেখানে কোন মরদেহ পাইবি।
সুনামগঞ্জ সদরের আমপাড়া গ্রামের লোকমান হোসেন ছেলে গাজী টায়ারের আগুনে নিখোঁজ হয়। তিনদিন অপেক্ষা করে মনিরের সন্ধান না পেয়ে মায়ের আকুতিতে তার ভাই পুড়া অংশের মাটি নিয়ে গেছে। তিনি জানান এই মাটি দিয়ে গায়বানা জানাজ দিয়ে ভাইয়ের লাশ মনে করে দাফব করবো৷ এমন অনেক মনির হোসেনের পরিবার নিখোঁজদের সন্ধানে দিনরাত অপেক্ষা করছে গাজি টায়ারের প্রধান ফটকে। #