বন্দরে জলাবদ্ধতায় ৩০টি পরিবার দূর্ভোগেঃ কাউন্সিলরের আশ্বাস
বন্দর প্রতিবেদকঃ বন্দরে ২৩ নং ওয়ার্ডের একরামপুর সিএসডি গেট এর অপর পাসের এলাকায় জলাবদ্ধতার ভুগান্তিতে পড়েছে পরিবার। পানিতে ডুবে গেছে ওই এলাকার অধিকাংশ ঘরবাড়ি। কোথাও কোথাও ঘরের ভেতরে পানি ঢুকে পড়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতায় জীবন-যাপন করছেন। অপরিকল্পিত ভাবে জলাশয় ভরাট ও ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী জানান। কয়েক স্থানে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। ২৯(অক্টোবর) শনিবার সরেজমিনে এলাকা ঘুরে দেখা যায়, মানুষের বাড়ি ঘরে পানি জমে আছে। মানুষ ঘর থেকে বের হতে পারছেন না ঘরের মধ্যে পানি। বাইরের টয়লেটগুলো পানিতে তলিয়ে যাওয়ায় মল-মূত্রে আর পানিতে একাকার অবস্থা। পচা দুর্গন্ধ ছড়াচ্ছে পানি থেকে। নিরুপায় মানুষ কত দিনে পানি কমবে সেই আশাই দিন কাটাচ্ছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের সিএসডি গেট এলাকার কয়েকশ’ মানুষ দীর্ঘদিন ধরে পানিবন্দি জীবনযাপন করছেন। আশপাশের পুকুর ও জলাশয় ভরাট করে ফেলায় পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে ওই এলাকার বাসিন্দারা জানান। এলাকার হবি খাঁন জানান, বাইরে পানি ঘরের মধ্যেও পানি। বাচ্চাদের নিয়ে সব সময় আতংকে রয়েছি। সাপ, জোঁক, কেঁচোর উৎপাদ তো আছেই। রাতে ঘুমোতে ভয় লাগে। চুলায় পানি জমে থাকায় রান্না করার কোনো উপায় নেই। এলাকার ২৫ থেকে ৩০টি পরিবার এভাবে পানিবন্দি অবস্থায় রয়েছেন। অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২,২৩,২৪ নং ওয়ার্র্ডের মহিলা কাউন্সিলর শাওন অংকন বলেন, জলাবদ্ধতা নিরসনে মেয়রের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেবো।#