নারায়ণগঞ্জ  শনিবার | ১৩ই ডিসেম্বর, ২০২৫ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ হেমন্তকাল | ২১শে জমাদিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   নির্বাচন আচরণবিধি মেনে মাসুদুজ্জামানের ব্যানার পোস্টার অপসারণ   |   বৃক্ষ মেলা পরিবেশবান্ধব ও সবুজ আন্দোলনকে এগিয়ে নিবে – মাসুদুজ্জামান মাসুদ    |   নতুন প্রজন্মের প্রত্যাশায় আগামীর নারায়ণগঞ্জ গড়তে চাই – মাসুদুজ্জামান মাসুদ   |   ‎‎স্ত্রীকে মারধর ও নির্যাতন করার অভিযোগে স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন    |   খালেদার জন্য দোয়া, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশ চলবে – মোহাম্মদ আলী   |   পীরজাদা মারুফ সিরাজ শাহ’র জন্মদিনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ   |   বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া খাবার বিতরণ   |   ২৪ ঘন্টায়  সুমন খলিফা হত্যাকান্ডেররহস্য উন্মোচন স্ত্রীসহ ৬ আসামী গ্রেফতার      |   দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া চাইলেন – রনি   |   সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আরোগ্য কামনায় বন্দর প্রেসক্লাবে দোয়া   |   ডেঙ্গুতে আক্রান্ত জাসান নেতা আনিসুল ইসলাম সানি সকলের দোয়া চেয়েছেন   |   বন্দরে গ্যাসের পাইপ সংস্কার দাবিতে  মানববন্ধন করে সড়ক অবরোধ   |   দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মাসুদুজ্জামান   |   গণতন্ত্রের মা খালেদা জিয়া আজ অত্যন্ত সংকটাপন্ন সকলের দোয়া চাই – মাসুদুজ্জামান    |   বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আইনজীবী সমিতির দোয়া অনুষ্ঠিত   |   খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মহানগর বিএনপি’র কোরআন খতম ও দোয়া   |   আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া শটগান পরিত্যক্ত অবস্থায় ঝোপ থেকে উদ্ধার   |   বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় মাসুদুজ্জামানের উদ্যোগে মসজিদ-মাদ্রাসায় দোয়া   |   জাসাস নেতা নুরু মিয়ার মৃত্যুতে আনিসুল ইসলাম সানি’র শোক   |   মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা আহ্বায়ক নূর আলম সদস্য স‌চিব লিংকন 
 প্রচ্ছদ   কলাম   ৫ আগস্ট পরবর্তী নারায়ণগঞ্জের নেতাকর্মীরা কেমন আছে  – লেখক তোফাজ্জল হোসেন
কলাম // ৫ আগস্ট পরবর্তী নারায়ণগঞ্জের নেতাকর্মীরা কেমন আছে  – লেখক তোফাজ্জল হোসেন
  কলাম || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

লেখক – তোফাজ্জল হোসেনঃ শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলে নারায়ণগঞ্জের আতঙ্কগ্রস্থ আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়ির ঘর ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে  পালিয়ে যায়।।
গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ  করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।তিনি দেশত্যাগের সাথে সাথে গণমাধ্যমে প্রচারিত হলে সাধারণ মানুষ এবং আওয়ামী দুঃশাসনে নির্যাতিত বিভিন্ন রাজনৈতিক দলের এরা গণভবনে ও জাতীয় সংসদ ভবনে নির্বিচার হামলা ও লুটপাট চালায়।

এর প্রভাবে সারাদেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয় এবং অফিসগুলি হামলাকারীদের টার্গেটে পরিণত হয়। বিশেষ করে রাজধানীর ঢাকা এলাকায় যখন শেখ মুজিবুর রহমানের বিশাল বিশাল মুরাল ভেকু  মেশিন দিয়ে ভাঙ্গা হচ্ছিল  কোন বাধা  ছাড়াই সারাদেশের মতো নারায়ণগঞ্জেও বাদ যায়নি। ২ নং রেল গেটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় দ্বিতল শিতাতপ নিয়ন্ত্রিত বিশাল আওয়ামী লীগ কার্যালয়ের বঙ্গবন্ধুর মুরাল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। আগুন দেওয়া হয় আওয়ামী লীগ অফিসে। লুট করা হয় আওয়ামী অফিসের ল্যাপটপ, এসি,মাইক,চেয়ার- টেবিল, দরজা -জানালা, এবং বাথরুমের কমোড  পর্যন্ত । এই তান্ডব পূর্ণ  বাধাহীন হামলা ভাঙচুর লুটপাটে ভিত সন্তুষ্ট হয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য সহ সকল নেতারা এক কাপড়ের প্রাণ বাঁচাতে স্ত্রী, পুত্র, কন্যাদের অনিরাপদ রেখে যে যার মত পালিয়ে যায়। প্রথমত বাসা বাড়ি থেকে পালায় দ্বিতীয়তঃ যাদের সামর্থ্য আছে তারা চেষ্টা করে বিদেশে পালিয়ে যেতে কেউ সফল হন যারা সফল হননি তারা ঢাকা বা নিরাপদ স্থানে বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে আছেন।ইতোমধ্যে জানা গেছে নারায়ণগঞ্জ ছেড়ে সপরিবারে পালিয়ে নারায়ণগঞ্জের ৪ আসনের শামীম ওসমান, ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, ৩ আসনের সংসদ সদস্য কায়সার হাসনাত, ২ আসনের নজরুল ইসলাম বাবু ও১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী সাহেব অসুস্থতার এবং মোটা বুদ্ধির কারণে পালাতে পারেনি। তিনি এখন হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বড় প্রভাবশালী আওয়ামী লীগের সংসদ সদস্যদের যখন এই হাল তখন জেলা /ও মহানগর পর্যায়ে আওয়ামী লীগের সকল নেতারা বাড়িঘর ছেড়ে পালিয়েছেন । পালাতে ভুল করেনি জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, যিনি নিজেকে সিনিয়র সহ-সভাপতি পরিচয় দিতে গর্ববোধ করতেন মিজানুর রহমান বাচ্চু জেলা আওয়ামীলীগের সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল পালিয়েছেন। নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আনোয়ার হোসেন। পালাতে ভুল করেননি কর্মীবান্ধব নেতা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী এড.খোকন সাহা ।

বাকিদের নাম তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য প্রকাশ করলাম না নৈতিক বিবেচনায়। তবে নারায়ণগঞ্জ জেলার ৭ টি থানার সকল থানা কমিটির প্রতাপশালী পরিবার পরিজন ছেড়ে নারায়ণগঞ্জ জেলা থেকে পালিয়ে যান। মোট কথায় নারায়ণগঞ্জ জেলার ২ হাজার বিভিন্ন পর্যায়ে কোন দল সহ অঙ্গসংগঠনের যেমন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগের  নেতাকর্মী ভালো মন্দ মিলিয়ে সকল শ্রেণীর নেতাকর্মীরা বাড়ি-ঘর,  ব্যবসা-বাণিজ্য, স্ত্রী, কন্যা ফেলে পালিয়ে যায়। এই হলো নারায়ণগঞ্জের আওয়ামী লীগের কর্মীদের বাস্তব অবস্থা। এত গেল ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পরপরই ঘটনা। তারপর শুরু হল ঠিক আওয়ামী লীগ সরকারের আমলের মতোই গণহারে আসামি করে হত্যা মামলা দেওয়ার হিরিক।যেমন বিগত আওয়ামী লীগ বলে বিএনপি’র মৃত নেতা ও রেহাই পায়নি মিথ্যা বিস্ফোরক দ্রব্যের আসামি হতে। ঠিক তেমনি হাল আমলে নিরপরাধ  অনেক ব্যক্তি আজীবন হত্যা সন্ত্রাসের বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন তাদেরও আসামি হতে হয়েছে খুনি গডফাদার হত্যাকারীদের সাথে হত্যা মামলার আসামি। এক কথায় মহ আতঙ্কে ও চরম নিরাপত্তাহীনতায় আছেন সকল পর্যায়ের আওয়ামী লীগের গঠনের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ জেলার মতো অন্যান্য জেলার আওয়ামী লীগের  নেতাকর্মীর ও নাকি এমনই আতঙ্কগ্রস্ত ও নিরাপত্তা হীনতায় আছেন।এই অবস্থা থেকে পরিত্রাণ চায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

লেখক – তোফাজ্জল হোসেন
সম্পাদক, দৈনিক  ইয়াদ
নারায়ণগঞ্জ

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...