শিরোনাম
গাড়ীর অভাবে দায়িত্ব পালন করতে বিড়ম্বনায় পড়ছে আড়াইহাজার থানা পুলিশ
শাহাজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জর আড়াইহাজার থানায় এখন পুলিশর জন্য কান গাড়ী নই। গত ৫ আগষ্ট মরকার পতনর সঙ্গ জনরাষ আড়াইহাজার থানায় অগি সংযাগ পুড়িয় দয়া ও ভাংচুর ক্ষতিগ্র¯ করা হয়ছ থানার মূল ভবনসহ পুলিশর থাকার সরকারী কায়ার্টার গুলা, পুলিশর ব্যবহৃত তিনটি সরকারী গাড়ীসহ বিভিন মামলায় জব্দকত সকল গাড়ী । লুটপাট করা হয়ছ থানার অস্ত্রাগার ও মালখানায় থাকা সকল অস্ত্র, গালাবারুদ। পুড়িয় দয়া হয়ছ মামলার সকল প্রকার আলামত।
পরবর্তীত ৩১ আগষ্ট নারায়ণগঞ্জ জলার নব নিযুক্ত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার থানার ধধংসস্তপ পরিদর্শণ করন এবং থানা পুলিশক আবার চাঙ্গা মন কাজ করার জন্য তাগিদ দন।
কি থানার তিনটি গাড়ীই পুড়িয় দয়ায় এখন পুলিশর ডিউটি করার মত আর কান গাড়ী নই। তাই পুলিশ ঠিকমত তাদর ডিউটি পালন করত পারছ না। তা ছাড়া থানা ভবন পুড়িয় দয়ার কারণ পরসদর অব¯িত উপজলার প্রধান শহীদমিনার সংলগ পারবলিক লাইব্ররী ভবন অ¯ায়ি ভাব থানার কার্যক্রম চালানা হছ।
এলাকাবাসি জানান, আড়াইহাজার উপজলার ১০ টি ইউনিয়ন এবং ২টি পরসভায় প্রায় ৭ লাখ লাকর বসবাস।
৫ আগষ্টর অনাকাংখিত ঘটনার পর সকল পুলিশ কর্ম¯ল ছড় চল যান। পড় ধীর ধীর পুলিশী কার্যক্রম শুরু হলও পুরা দম তা করত পারছনা পুলিশ। ৭ লাখ লাকর জন্য এত অল্প সংখ্যক পুলিশ যথষ্ট নয় এবং গাড়ীর অভাব পুলিশ ঠিকমত কাজ করত পারছ না।
এ ব্যাপার আড়াইহাজার থানার বর্তমান ওসি এনায়ত হাসনর সাথ কথা হল তিনি জানান, গাড়ীর অভাব পুলিশ কান অভিযাগ নিয় তদÍ কাজ যত পারছনা। বাইর থক গাড়ী ভাড়া কর নিয় অভিযাগর ঘটনাস্থল পরিদর্শণ যত হয়। তার দয়া তথ্য মত, তিনিসহ থানায় বর্তমান ২০ জন বিভিন পদধারী অফিসার এবং ২৭ জন কনষ্টবল কাজ করছন। #