নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২রা অক্টোবর, ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩২ শরৎকাল | ৯ই রবিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি   |   মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত   |   বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন জাকির খান   |   মহাঅষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত   |   দুই গ্রুপের টেঁটাযুদ্ধ উভয় পক্ষের ১২জন আহত   |   এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন   |   বিএনপিতে যোগদানে সর্বস্তরের শুভেচ্ছায় সিক্ত মাসুদুজ্জামান মাসুদ   |   দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে চায় – ড. আবদুল মঈন খান   |   লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট   |   বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক   |   প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং   |   বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত   |   সামর্থ্যহীন এমন ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান   |   শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন মাসুদুজ্জামান মাসুদ   |   বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি   |   আনিসুল ইসলাম সানি’র সাথে জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ   |   সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা দিতে হবে – প্রধান নির্বাহী জাকির হোসেন    |   সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত    |   কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া   |   দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
 প্রচ্ছদ   জেলার খবর   শারদীয়া দূর্গা উৎসবের আর মাত্র ৩ দিন বাকী চলছে শেষ মুহুর্তে রংতুলির কাজ
নারায়ণগঞ্জের ২১০ টি মন্ডপ / শারদীয়া দূর্গা উৎসবের আর মাত্র ৩ দিন বাকী চলছে শেষ মুহুর্তে রংতুলির কাজ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো শারদীয় দূর্গাপূজা। এ উৎসবের আর মাত্র ৩দিন বাকী। আগামী ৮ অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে এ উৎসব। আগামী ১৩ অক্টোবর পর্যন্ত চলবে এ পুজা। ইতিমধ্যে  বন্দর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপগুলোতে মৃৎশিল্পীরা প্রতিমা তৈরি কাজে  ব্যস্ত সময় পার করছে।  প্রতিমা তৈরি কাজও প্রায় শেষ।  শেষ মুহূর্তে  চলছে রংতুলির কাজ।

শারদীয়া দূর্গাউৎসবের আর মাত্র  ৩ দিন বাকী। এবার বন্দরে ২৬টি পূজা মন্ডপ বর্ণিল ভাবে সেজেছে। ২৬টি পূজামন্ডপের  মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় পূজামন্ডপ রয়েছে ১২টি আর বন্দর উপজেলার ৩টি ইউনিয়নে পূজামন্ডপ রয়েছে আরো ১৪টি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ১২টি পূজামন্ডপ গুলো হলো, ১/বন্দর থানার ২৬ নং ওয়ার্ডে ১নং ঢাকেশ্বরী দেব মন্দির,২/  ২৩ নং ওয়ার্ডের একরামপুর সিটি কলোনী এলাকায় শ্রী শ্রী কৃষ্ণ ও শিব মন্দির ( অস্থায়ী)। ৩/ একই ওয়ার্ডের একরামপুর জেলেপাড়া শ্রী শ্রী দূর্গান্দি (অস্থায়ী)। ৪/ একই ওয়ার্ডের একরামপুর ইস্পাহানী বাজার সনাতন সেবা সংঘ শ্রী শ্রী দূর্গা মন্দির (অস্থায়ী)। ৫/ একই ওয়ার্ডের একরামপুর ইস্পাহানী বাজার সংলগ্ন শ্রী শ্রী গৌর নিতাই বিগ্রহ মন্দির।
৬/  ২২ নং ওয়ার্ড বন্দর বাজার শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির। ৭/ একই ওয়ার্ডের বন্দর বিএম স্কুল সংলগ্ন শ্রী শ্রী গোপীনাথ জিওর মন্দির (অস্থায়ী)। ৮/ একই ওয়ার্ডের বন্দর বাবুপাড়া শ্রী শ্রী লাল জি মন্দির,৯/ একই ওয়ার্ডের বন্দর ১নং খেয়াঘাট রেলী লেজার্স সার্বজনীন দূর্গা পূজা মন্দির (অস্থায়ী)। ১০/ ২১ নং ওয়ার্ড বন্দর বাবুপাড়া শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্রের মন্দির (স্থায়ী)। ১১/ একই ওয়ার্ডের সোনাকান্দা মুনিঋষি পাড়া শ্রী শ্রী রক্ষা কালী মন্দির। ১২/ বন্দরে ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ শ্রী শ্রী লাল জিউর আখড়া।
বন্দর উপজেলার ১৪টি পূজামন্ডপ গুলো হলো, ১৩/ ধামগড় ইউনিয়নের শ্যামপুর মনিঋষিপাড়া শ্রী শ্রী  রক্ষা কালী মন্দির (অস্থায়ী)। ১৪/ মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ শ্রী শ্রী লাঙ্গলবন্দ রাজঘাট দূর্গা পূজা মন্দির (স্থায়ী)।

১৫/ একই ইউনিয়নের তাজপুর শ্রী শ্রী তীলক যাত্রী নিবাস দূর্গা পূজা মন্দির। ১৬/ একই ইউনিয়নের তাজপুর শ্রী শ্রী লাঙ্গলবন্ধ জয়কালী মন্দির যুব সংঘ দূর্গা পূজা মন্দির। ১৭/ কলাগাছিয়া ইউনিয়ন দিঘলদী শ্রী শ্রী রক্ষা কালী মন্দির। ১৮/ একই ইউনিয়নের সাবদী বাজার শ্রী শ্রী রক্ষা কালী মন্দির। ১৯/ একই ইউনিয়নের শুভকরদী দূর্গাপূজা মন্দির (অস্থায়ী)। ২০/ মুছাপুর ইউনিয়নের গবিন্দকুল শ্রী শ্রী শিব ও দূর্গা মন্দির সেবা সংঘ। ২১/ একই ইউনিয়নের তাজপুর প্রেমতলা স্বামী দ্বিগবিজয় ব্রক্ষচারী আশ্রম দূর্গা পূজা মন্দির (স্থায়ী)। ২২/ কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা মনিঋষিপাড়া শ্রী শ্রী রক্ষা কালী মন্দির অস্থায়ী। ২৩/ মুছাপুর জহরপুর মনিঋষিপাড়া  শ্রী শ্রী ব্রক্ষা মন্দির ও উপাসনালয় দূর্গা মন্দির (অস্থায়ী)।  ২৪/ একই ইউনিয়নের চরশ্রীরামপুর শ্রী শ্রী রক্ষাকালী মন্দির (অস্থায়ী)। ২৫/ একই ইউনিয়নের  জহরপুর মুনিঋষিপাড়া শ্রী শ্রী রক্ষাকালী মন্দির (স্থায়ী) ২৬/ একই ইউনিয়নের গোবিন্দকুল  শ্রী শ্রী রাধা কৃষ্ণ হরিসভা মন্দির।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, পূজা উদযাপনের জন্য সকল প্রস্তুতি সম্পর্ন করা হয়েছে। রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । পূজাস্থলে মেলা বসানো যাবে না। চাঁদাবাজি হলে ব্যবস্থা নেওয়া হবে। দশমীর দিন  সন্ধ্যা ৭ টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে বলে তিনি জানান ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...