যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের টাকার দাবিতে তাছলিমা আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর রিরুদ্ধে। সন্ধ্যায় উপজেলার বগাদী গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় নিহতের স্বামী ইয়াসিন মিয়াকে আটক করেছে পুলিশ।নিহতের পরিবারের অভিযোগ, দুই বছর আগে পারিবারিক ভাবে বগাদী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইয়াসিনের সাথে তাছলিমার বিয়ে হয়। বিয়ে পর থেকে স্বামী বিভিন্ন সময় যৌতুকের টাকা জন্য মানসিক ও শারীরিক নির্যাতন করতো। আজ দুপুরে স্বামী নিহতের পরিবারের কাছে ২০ হাজার টাকা দাবি করে। এতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তাকে পিটিয়ে আহত করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় সে।আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আজিজুল হক জানান, নিহতের পরিবারের স্বজনরা একটি হত্যা অভিযোগ করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। #