ঘুষের ৪২ লাখ টাকা সহ সার্ভেয়ার গ্রেফতার | একজন পলাতক
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহন শাখার সার্ভেয়ার কাওসার আহমেদকে ঘুষের ৪২ লাখ টাকাসহ গ্রেফতার করেছে দুদক। বৃহস্পতিবার বিকেলে চানমারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আটক অপর একজন পলাতক বলে জানিয়েছেন দুদক এর গণসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম।
দুদকের করা মামলায় উল্লেখ করা হয়, গত ১০ জানুয়ারি জেলা প্রশাসক কার্যালয়ের নিরাপত্তা কর্মীদের হাতে কার্টনসহ এসিল্যান্ড সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের আউটসোর্সিং কর্মচারী জাহিদুল ইসলাম সুমন আটক হয়। বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করলে কার্টন খুলে ৪২ লাখ টাকা পাওয়া যায়। পরে প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে এ দুর্নীতি অর্থের সাথে সার্ভেয়ার কাওসার আহমেদ এর সম্পৃক্ততা রয়েছে। এ ঘটনায় দুদক নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ওমর ফারুক বাদি হয়ে দুইজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেছেন।
নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানান, কাওসার আহমেদকে বিজ্ঞ আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। #