ধর্ষণ, নিপীড়ন, ডাকাতি, ছিনতাই মব সন্ত্রাসের বিরুদ্ধ প্রতিবাদী সমাবেশ ণমিছিল


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সারাদশ অব্যহত ধর্ষণ, নিপীড়ন, ডাকাতি, ছিনতাই ও মব সন্ত্রাসের বিরুদ্ধ বাংলাদশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যাগে প্রতিবাদী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। বুধনার ১২ মার্চ বিকল ৩টায় নারায়ণগঞ্জ প্রসক্লাবর সামনে এ প্রতিবাদী সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে নারায়ণগঞ্জর বিভিন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা আলাচনা করন। জেলা কমিটির সভাপতি জাকির হাসনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমল কান্তি দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাবি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, সমমনার সভাপতি সালাউদ্দিন আহম্মদ, উন্মেষ সাংস্কৃতিক সংসদের সভাপতি এ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু, সমাজ অনুশীলন কেদ্রের সংগঠক কবি রঘু অভিজিৎ রায়, শ্রমজীবী নারী মত্রীর সভাপতি রাশিদা বেগম, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, প্রগতি’র জলা কমিটির সদস্য দুলাল সাহা, জহিরুল ইসলাম মিটু, চারণ সাংস্কৃতিক কেদ্রের বিল্লাল হোসেন, কবি দীপক ভমিক প্রমূখ।
বক্তাগণ দেশের বিরাজমান পরিস্থিতি নিয় তাদের ক্ষোভ প্রকাশ করন। এসময় স্বরাষ্ট্র উপদষ্টার অপসারণ দাবী করে তারা বলেন আওয়ামী দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করার লক্ষ্য সহস্রাধিক শহীদর আত্মত্যাগ বিথা যেতে দয়া হবে না। ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদশর মানুষ নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছে তা যদি ব্যর্থ হয় তবে তার দায়ভার অন্তরবর্তিকালীন সরকারকে বহন করতে হবে। এদেরকেও জনগণ ছাড় দেবে না। শেখ হাসিনার মত পরিণতি হতে পার।
বক্তাগণ সকল সাংস্কৃতি কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। দেশের নারী সামাজকেও ঐক্যবদ্ধ থাকার আহান জানান। সমাবেশ শেষে একটি গণ মিছিল নারায়ণগঞ্জ শহীদ মিনার গিয় শষ হয়।#