শিরোনাম
বাজেট ঘোষনা / সাতগ্রাম ইউনিয়ন পরিষদের ২ কোটি ৯৯ লক্ষটাকা বাজেট ঘোষণা


আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ সালের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার সকাল ১০টায় সাতগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সাতগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আতাউর রহমান ভূঁইয়া এই বাজেট ঘোষনা করেন।
তিনি ২০২৫-২৬ সালের জন্য ২ কোটি ৯৯ লক্ষ ৪৭ হাজার ১০০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। বাজেট অনুষ্ঠান পরিচালনা করেন অত্র ইউনিয়ন পরিষদের সচিব এমারত হোসেন।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলমগীর হোসেন, সাতগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ছলিম উল্লাহ,
পুরিন্দা বাজার বনিক সমিতির সভাপতি মোঃ আব্দুল ছবুর ভুঁইয়া, ইউপি সদস্য, ছানাউল্লাহ মিয়া, আমির হোসেন, নাসির, মিয়া, আলম এবং সংরক্ষিত মহিলা সদস্য শিরিনা আক্তার, রওশন আরা, সখিনা আক্তার ছাড়াও ওই সময় ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #