শিরোনাম
রূপগঞ্জে গৃহবধু জ্যোতি হত্যার ২৪ ঘন্টায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছেন র্যাব
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ রূপগঞ্জে গৃহবধু জান্নাতুল ফেরদৌস জ্যোতি (২৩) হত্যা ২৪ ঘন্টার মধ্যে হত্যামাললার একমাত্র অভিযুক্ত স্বামী মোঃ আব্দুল্লাহ চৌধুরী@রাসেলকে (৩২) করেছে র্যাব। ৫ নভেম্বর রাতে র্যাব-১১ ও র্যাব-৭ যৌথ আভিযান চালিয়ে ফেনী জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ ৫ নভেম্বর র্যাব-১১,আদমজীনগর সদর দপ্তরের সিনিয়র এএসপি সহকারী পরিচালক মিডিয়া অফিসার এক প্রেস রিলিজে জানিয়েছেন,
গোপন সূত্রে র্যাব-১১, ও র্যাব-৭, চট্টগ্রাম এর যৌথ আভিযানে ফেনী জেলার ফেনী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে রূপগঞ্জে গৃহবধু জান্নাতুল ফেরদৌস জ্যোতি হত্যা মামলার একমাত্র অভিযুক্ত আসামী স্বামী মোঃ আব্দুল্লাহ চৌধুরী@রাসেলকে গ্রেফতার করে। সেন চট্টগ্রামের একে এম ফরিদ আহম্মেদের ছেলে।
আসামী মোঃ আব্দুল্লাহ রাসেল নিহত জান্নাতুল ফেরদৌস জ্যোতিকে ভালোবেসে ৪-৫ মাস পূর্বে বিয়ে করে সংসার জীবন শুরু করে। তারা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মৈকুলি এলাকায় হাবিবুর রহমানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। বেশ কিছুদিন যাবৎ তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ সৃষ্টি হয়। একপর্যায়ে আসামী আব্দুল্লাহ রাসেল তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস জ্যোতিকে চট্টগ্রামে স্থায়ীভাবে বসবাস করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। এরই ধারাবাহিকতায় আসামী রাসেল গত ০৪ নভেম্বর গভীর রাতে পারিবারিক দ্বদ্বের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিম জান্নাতুল ফেরদৌস জ্যোতিকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। এই পাশবিক ও নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন পত্র পত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চের সৃষ্টি হয়। এ ঘটনায় ভিকটিম জান্নাতুল ফেরদৌস জ্যোতির মা শারমিন আক্তার ডলি বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকান্ডের পর মামলার একমাত্র পলাতক প্রধান আসামী মোঃ আব্দুল্লাহ চৌধুরী@রাসেল কৌশলে আত্মগোপন করে ছিল। পরে র্যাব আসামীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীকে রূপগঞ্জ থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। #