গ্রফেতার / ছাত্রদল নেতা ইয়াবাসহ গ্রফেতার ২


আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জরে আড়াইহাজার থানা পুলশি শুক্রবার দবিাগত রাতে উপজলোর আড়াইহাজার পৌরসদরের গাজীপুরা এলাকা থকে এক ছাত্রদল নেতসহ ২ জনকে ইয়াবাহ সহ গ্রফেতার করছে।
এরা হলনে, গাইজীপুরা এলাকার জামালরে ছেলেও ছাত্রদল নেতা সরকারী সফর আলী কলজেরে ছাত্র সংসদরে সম্ভাব্য ভিপি পদপ্রার্থী জাইফুল ইসলাম রাহুল (২০) এবং ইয়াবা ব্যবসায়ী উপজলোর মারুয়াদী এলাকার তুসমি রহমান জয় (২০) । জয় ওই এলাকার আওলাদ হোসনেরে পুত্র।আড়াইহাজার থানার এস আই সকৈত জানান, তার নেতৃত্বে একদল পুলশি রাত্রী কালীন ডিউটি চলাকালে ভোররাত অনুমান ৩টার দিকে ওই এলাকায় গেলে আটক দুজন সহ অজ্ঞাত আরো একজন হাফপ্যান্ট পরহিতি অবস্থায় একট হোন্ডা যোগে যাচ্ছলি। এ সময় পুলশি তাদেরকে সিগন্যাল দিলে চালক হোন্ডা থামালে পেছিন থকে অজ্ঞাত ব্যাক্ত দৌড় পালয়ে যায় ।
এ সময় ওই দুজনক দেহে তল্লাশী করলে জয়ের কাছ থকে ১৫ পসি এবং রাহুলরে কাছ থকে ১০ পসি ইয়াবা ট্যাবলটে উদ্ধার করা হয়। সেই সাথ তাদের বহনকারী হোন্ডাটওি জব্দ করা হয়। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান শনবিার দুপুর তাদেরকে মাদক মামলায় নারায়ণগঞ্জ আদালতে প্ররেণ করা হয়েছে। #