শিরোনাম
বৃক্ষ মেলা / জেলা প্রশাসনের বৃক্ষ মেলায় প্রথম স্থান ভাই ভাই নার্সারীর নূরুল ইসলাম


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপন অভিযান ও শহীদ জিয়া হল প্রাঙ্গনে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলায় সমাপনি ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বৃক্ষ মেলায় অংশগ্রহন করীদের মধ্যে ভাই ভাই নার্সারী প্রথম স্থান অধিকার করেছে।

এসময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নার্সারীতে প্রথম হওয়া ভাই ভাই নার্সারীর সত্বাধিকারী মোঃ নূরুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এবারের পুরস্কার নিয়ে ভাই ভাই নার্সারীর নূরুল ইসলাম ২য় বার প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া
বিগত সময় একাধিকবার দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে ভাই ভাই নার্সারীর মোঃ নূরুল ইসলাম।
পরে বিভিন্ন ক্যাটাগড়িতে অন্যান্যদের মাঝে পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক।

উল্লেখ্য গত ২৯ জুলাই রোববার সকালে শহীদ জিয়া হল প্রাঙ্গনে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার ও বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসানা সুলতানা। মেলায় বন বিভাগ সহ ৪০ টি নার্সারী অংশ গ্রহন করে। প্রতিটি ষ্টলে বিভিন্ন প্রজাতির গাছের প্রজাতির গাছের চারা প্রদর্শনী ও বিক্রি করা হয়। #
