বন্দর মুছাপুরে একমাত্র ছেলে মাকে গলাকেটে হত্যা করে পালিয়েছে
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বন্দর মুছাপুর ইউনিয়নে মাকে গলাকেটে হত্যার পর ছেলে পালিয়েছে। ৬ নভেম্বর দিবাগত রাত ২টা থেকে ৩টার সময় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতের নাম আয়শা আক্তার (৫০)। মাকে ছরিকাঘাতে হত্যার পর একমাত্র ছেলে মাজাহারুল ইসলাম সজীব পলাতক রয়েছে।পুলিশ প্রাথমিক ভাবে জানিয়েছে, স্থানীয়দের বলছে ছেলে মাজাহারুল ইসলাম সজীব মানসিক ভারসাম্য ছিল। ঘটনার পর আশপাশের লোকজন তাকে গুরুতর জখম অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে পুলিশ এসে মরদেহের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া বন্দর কামতাল পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের এস আই কৃষ্ণ পেদ্দার জানিয়েছেন, আয়শা আক্তারের সাথে রফিক মিয়ার বিয়ে হওয়ার ৭ বছড় আগে ছাড়াছাড়ি হয়ে যায়। এর পর থেকে তাদের ছেলে মাজাহারুল ইসলাম সজীবকে মা আয়শা আক্তার মাছাপুর ইউনিয়নে পিতা রফিক মিয়ার বাড়িতে বসবাস করে আসছিল। গত রাতে ছেলে মাজাহারুল ইসলাম সজীব তার মাকে ছড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে আশেপাশের মানুষ আয়শা আক্তারকে হাসপাতে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষ করে। স্থানীয়রা জানিয়েছে হত্যাকারী ছেলে মাজাহারুল ইসলাম সজীব মানসিক ভারসাম্যহীন। পুলিশ হত্যাকারী ছেলেকে আইনের আওতায় আনতে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। #