শিরোনাম
প্রতিবাদ নিন্দা / সাংবাদিক তুহিন হত্যা নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসাসিয়শনের নিদা
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ গাজীপুর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনক কুপিয় হত্যার ঘটনায় তীব্র নিদা ও প্রতিবাদ জানায়েছ নারায়ণগঞ্জ টলিভিশন জার্নালিষ্ট এসাসিয়শনর কার্যকরী কমিটির নতবদ সহ সদস্যবদ।

শুক্রবার (৮ আগস্ট) সংগঠনর সভাপতি আনিসুর রহমান জুয়ল ও সাধারণ সম্পাদক শওকত আলী সকত এক বিবতিত এ নিদা ও প্রতিবাদ জানান।
যথ বিবতিত নারায়ণগঞ্জ টলিভিশন জার্নালিষ্ট এসাসিয়শনর সভাপতি আনিসুর রহমান জুয়ল ও সাধারণ সম্পাদক শওকত আলী সৈকত বলেন, সন্ত্রাসীদর হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনর কাগজ পত্রিকার গাজীপুরর স্টাফ রিপার্টার ছিলন।

তিনি ৭ আগস্ট রাতে গাজীপুর মহানগরীর চাদনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে হত্যাকান্ডের শিকার হন। প্রকাশ্য একজন গণমাধ্যমকর্মীক এভাবে কুপিয় হত্যার ঘটনায় পুরা সাংবাদিক সমাজ হুমকি ও নিরাপত্তাহীনতায় পড়েছ। এ ঘটনায় নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এসাসিয়শন সকল সদস্য উদ্বেগ প্রকাশ কর তীব্র নিদা ও প্রতিবাদ জানাচ্ছে। হত্যাকান্ড জড়িতদর দ্রুত গ্রেফতার করে আইনর আওতায় এনে তাদর দৃষ্টামূলক শাস্তির দাবী করছি।#



