গ্রেফতার / সিদ্ধিরগঞ্জে নারীকে গলা কেটে হত্যার প্রধান আসামি নাজিম গ্রেপ্তার


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর নারীকে গলা কেটে হত্যায় জড়িত প্রধান আসামি নীরব ওরফে নাজিমকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। সিদ্ধিরগঞ্জে সাবিনা আক্তার লাকি নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়।
গত ১৩ আগস্ট ২০২৫ বুধবার সকালে শিমরাইলের সড়ক ও জনপথ বিভাগের (সওজ) এর কলোনি থেকে গৃহবধূ সাবিনা আক্তার লাকির গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে পাঠায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। নিহত সাবিনা আক্তার লাকি ঢাকার ওয়ারীর গোপীবাগের প্রয়াত শামসুল হকের মেয়ে এবং মোঃ রুবেল এর স্ত্রী। স্থানীয়রা জানান, নিরব ওরফে নাজিম নামের এক ব্যক্তি গত ০৩ বছর পূর্বে শিমরাইলের সড়ক ও জনপথ বিভাগের (সওজ) স্টাফ কলোনির নারায়ণগঞ্জ কার্যালয়ের পাশে টিনশেডের ঘরটি ভাড়া নিয়েছিল। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ঢাকার ওয়ারী থানার গোপিবাগ আর কে মিশন রোডে মৃত আব্দুল হাই এর ছেলে মোঃ রুবেলের সাথে গত ১৮/১৯ বছর পূর্বে সাবিনা আক্তার লাকির ইসলামি শরিয়া মোতাবেক বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে একজন পুত্র সন্তান ও তিনজন কন্যা সন্তান রয়েছে। মোঃ রুবেল গ্রীল ওয়ার্কশপে কাজ করেন। গত ইং-০৮ আগস্ট, ২০২৫ সকাল ১০ টায় মোঃ রুবেলের স্ত্রী সাবিনা আক্তার লাকি পূর্বের ন্যায় তাকে কোন কিছু না জানিয়ে বাসা হতে বের হয়ে যায়। পরবর্তীতে গত ১৩ আগস্ট, সকাল অনুমান-১০:০০ টায় সময় সিদ্ধিরগঞ্জ থানা হতে ফোন পেয়ে মেঃ রুবেল সিদ্ধিরগঞ্জ থানাধীন সওজ (সড়ক ও জনপথ শিমরাইল শাখা, চিটাগং রোড সংলগ্ন) কলোনীর ভিতর জনৈক তাহের সরকার এর টিনশেড সাইড ওয়ান ভাড়াঘরে আসিয়া তার স্ত্রী সাবিনা আক্তার লাকির গলাকাটা মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে দেখতে পান। আসামী নীরব ওরফে নাজিম তার স্ত্রী সাবিনা আক্তার লাকিকে ফুঁসলিয়ে উক্ত ভাড়া বাসায় আনিয়া গত ১২ আগস্ট গভীর রাত হতে ১৩ আগস্ট ভোর অনুমান-০৫:০০ ঘটিকার মধ্যে যেকোন সময় তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলায়, গালে ও ঘাড়ের পিছন দিকে জবাই করে হত্যা করে। এরই প্রেক্ষিতে নিহত ডিসিস্ট সাবিনা আক্তার লাকির স্বামী মোঃ রুবেল বাদী হয়ে নীরব ওরফে নাজিমসহ আরো অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা একটি হত্যা মামলার দায়ের করেন।এই নৃশংস হত্যাকান্ডের পর এর সাথে জড়িত আসামিদেরকে গ্রেফতারের জন্যে র্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও তথ্য সংগ্রহ করতে থাকে।
এরই ধারাবাহিকতায়, র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উক্ত হত্যাকান্ডে জড়িত প্রধান আসামি নীরব ওরফে নাজিমের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর আভিযানিক দল ১৬ আগস্ট রোজ শনিবার রাত্রি ২০:৪০ ঘটিকার সময় ঝালকাঠি জেলার নলছিটি থানার তিমিরকাঠি এলাকা হতে উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং আসামি নীরব ওরফে নাজিম, পিতা- চান্দু খাঁ, মাতা- চানবরু, সাং- খানবাড়ি (রামকেশর), থানা- বোরহানউদ্দিন, জেলা- ভোলাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামি নীরব ওরফে নাজিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এর জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। #