নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২রা অক্টোবর, ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩২ শরৎকাল | ৯ই রবিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি   |   মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত   |   বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন জাকির খান   |   মহাঅষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত   |   দুই গ্রুপের টেঁটাযুদ্ধ উভয় পক্ষের ১২জন আহত   |   এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন   |   বিএনপিতে যোগদানে সর্বস্তরের শুভেচ্ছায় সিক্ত মাসুদুজ্জামান মাসুদ   |   দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে চায় – ড. আবদুল মঈন খান   |   লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট   |   বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক   |   প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং   |   বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত   |   সামর্থ্যহীন এমন ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান   |   শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন মাসুদুজ্জামান মাসুদ   |   বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি   |   আনিসুল ইসলাম সানি’র সাথে জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ   |   সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা দিতে হবে – প্রধান নির্বাহী জাকির হোসেন    |   সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত    |   কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া   |   দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
 প্রচ্ছদ   শীর্ষ খবর   নির্বাচনে লুটেরাদের বর্জন করে ইসলামী শক্তিকেই গ্রহণ করবে জনগণ – ফয়জুল করীম
আলোচনা সভা / নির্বাচনে লুটেরাদের বর্জন করে ইসলামী শক্তিকেই গ্রহণ করবে জনগণ – ফয়জুল করীম
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আগামী নির্বাচনে লুটেরাদের বর্জন করে জনগণ ইসলামী শক্তিকেই গ্রহণ করবে ইনশাআল্লাহ – মুফতি ফয়জুল করীম। বৃহস্পতিবার ২৮ আগস্ট রোজ বিকাল ৩ ঘটিকায় চিটাগাং রোড সংলগ্ন গ্রীন গার্ডেন মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক ডা.আব্দুল্লাহ মুহাম্মাদ হাসানের সঞ্চালনায়  ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম রহ.এর রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (দা.বা)।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী।
মুফতি ফয়জুল করীম বলেন, পীর সাহেব চরমোনাই (রহ) রাজনীতিকে ইবাদত ও পরকালীন কল্যানের মাধ্যম মনে করতেন। কারণ আল্লাহর নির্দেশ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা মুসলমানের দায়িত্ব ।
সাময়িক স্বার্থ চিন্তায় তিনি কখনো তাড়িত হতেন না। চমক আর হুজুগের রাজনীতি, আবেগ আর হঠকারী রাজনীতি তিনি পছন্দ করতেন না। তিনি ইসলামী রাজনীতির স্বতন্ত্র ধারা বজায় রাখতে চেয়েছেন। তিনি জাতীয় রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা ভাবতেন। ” শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই” এই দার্শনিক দৃষ্টিভঙ্গির রচয়িতা তিনি ছিলেন। সেই আলোকেই নতুন প্রজন্ম দেশের প্রচলিত ঘুণে ধরা নীতিকে পরিবর্তন ও সংশোধনের জন্য কাজ করে যাচ্ছে।
তিনি একই সাথে আধ্যাত্মিকতা ও রাষ্ট্র নিয়ে গভীর চিন্তা করতেন। তার রাজনীতি ও আধ্যাত্মিকতার অপূর্ব সমন্বয় কারনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ বৃহৎ রাজনৈতিক শক্তি রূপে আবর্তিত হয়েছে।
তিনি ইসলামবিরোধী যে কোন বিষয়ে কঠোর প্রতিবাদ ও প্রতিরোধ করে গেছেন। ইসলাম বিজয়ের ক্ষেত্রে তাঁর অসামান্য ত্যাগ ও কুরবানী স্মরণীয় হয়ে থাকবে। তিনি ঐক্যকামী ছিলেন। ইসলামপন্থিদের ঐক্য তিনি মনেপ্রাণে কামনা করে সে আলোকে কাজ করে গেছেন। সেই ঐক্যপ্রয়াসী চেতনা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কাজ সর্বদা অব্যাহত থাকবে।
দেশের জনগণ এখন আগের চেয়ে রাজনৈতিকভাবে অনেক সচেতন। আগামী নির্বাচনে লুটেরাদের বর্জন করে জনগণ ইসলামী শক্তিকেই গ্রহণ করবে ইনশাআল্লাহ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম, আই এ বি জেলা শাখার সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর কবির, আই এ বি জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ জোবায়ের হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা হাফেজ মাওলানা মুজিবুর রহমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীকে নারায়ণগঞ্জের সকল আসনের সম্ভাব্য প্রার্থীগণ। মুফতি ইমদাদুল্লাহ হাশেমী (নারায়ণগঞ্জ – ১), মুফতি হাবিবুল্লাহ হাবিব (নারায়ণগঞ্জ – ২), ফারুক আহমদ মুন্সীব(নারায়ণগঞ্জ – ৩),মুহাম্মাদ শফিকুল ইসলাম (নারায়ণগঞ্জ – ৪), এবং মুফতি মাসুম বিল্লাহ (নারায়ণগঞ্জ – ৫)
এছাড়াও প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও অধ:স্থন শাখার দায়িত্বশীলগণ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...