নারায়ণগঞ্জ  রবিবার | ১১ই জানুয়ারি, ২০২৬ | ২৭শে পৌষ, ১৪৩২ শীতকাল | ২১শে রজব, ১৪৪৭

শিরোনাম
  |   এক হাজার শীতার্ত মানুষের মাঝে বিভা হাসানের শীতবস্ত্র বিতরণ   |   ব্যাবসায় সমস্যা ও উত্তরণের পন্থা মতবিনিময় সভা অনুষ্ঠিত    |   তথ্য গোপন করায় মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে আপিল করলেন গিয়াসউদ্দিন   |   বন্দরে পূর্বশত্রুতায় তাওহীদ নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা   |   যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গুলি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫   |   কলাগাছিয়ায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া   |   আড়াইহাজারে আগুনে পুড়ে গেল ৩ কৃষকের ৬ বিঘা জমির আখ    |   সারাদেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ    |   বন্দরে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত   |   ১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথ দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত   |   বন্দর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া   |   বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক সহ ফাইটার মনিরকে গ্রেফতার করেছে পুলিশ   |   খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সোহেল ও বন্ধু মহলের মিলাদ দোয়া   |   হাদির হত্যা: বিচারের পথে অগ্রগতি, না কি সময়ক্ষেপণের নতুন কৌশল ?    |   কেন্দ্রীয় জাসাস নেতা সানি হাসপাতালে আরোগ্য কামনায় দোয়া চাইলেন পরিবার    |   খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মহানগর বিএনপির দোয়া   |   বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মাসুদুজ্জামানের উদ্যেগে দোয়া   |   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে ৪০ জন প্রার্থী বৈধ ঘোষণা    |   খালেদা জিয়ার শান্তি কামনায় চাঁন মিয়ার দোয়া মাহফিলে চরম হট্টগোল    |   খালেদা জিয়ার মাগফিরাত কামনায় না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া
 প্রচ্ছদ   শীর্ষ খবর   নির্বাচনে লুটেরাদের বর্জন করে ইসলামী শক্তিকেই গ্রহণ করবে জনগণ – ফয়জুল করীম
আলোচনা সভা / নির্বাচনে লুটেরাদের বর্জন করে ইসলামী শক্তিকেই গ্রহণ করবে জনগণ – ফয়জুল করীম
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আগামী নির্বাচনে লুটেরাদের বর্জন করে জনগণ ইসলামী শক্তিকেই গ্রহণ করবে ইনশাআল্লাহ – মুফতি ফয়জুল করীম। বৃহস্পতিবার ২৮ আগস্ট রোজ বিকাল ৩ ঘটিকায় চিটাগাং রোড সংলগ্ন গ্রীন গার্ডেন মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক ডা.আব্দুল্লাহ মুহাম্মাদ হাসানের সঞ্চালনায়  ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম রহ.এর রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (দা.বা)।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী।
মুফতি ফয়জুল করীম বলেন, পীর সাহেব চরমোনাই (রহ) রাজনীতিকে ইবাদত ও পরকালীন কল্যানের মাধ্যম মনে করতেন। কারণ আল্লাহর নির্দেশ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা মুসলমানের দায়িত্ব ।
সাময়িক স্বার্থ চিন্তায় তিনি কখনো তাড়িত হতেন না। চমক আর হুজুগের রাজনীতি, আবেগ আর হঠকারী রাজনীতি তিনি পছন্দ করতেন না। তিনি ইসলামী রাজনীতির স্বতন্ত্র ধারা বজায় রাখতে চেয়েছেন। তিনি জাতীয় রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা ভাবতেন। ” শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই” এই দার্শনিক দৃষ্টিভঙ্গির রচয়িতা তিনি ছিলেন। সেই আলোকেই নতুন প্রজন্ম দেশের প্রচলিত ঘুণে ধরা নীতিকে পরিবর্তন ও সংশোধনের জন্য কাজ করে যাচ্ছে।
তিনি একই সাথে আধ্যাত্মিকতা ও রাষ্ট্র নিয়ে গভীর চিন্তা করতেন। তার রাজনীতি ও আধ্যাত্মিকতার অপূর্ব সমন্বয় কারনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ বৃহৎ রাজনৈতিক শক্তি রূপে আবর্তিত হয়েছে।
তিনি ইসলামবিরোধী যে কোন বিষয়ে কঠোর প্রতিবাদ ও প্রতিরোধ করে গেছেন। ইসলাম বিজয়ের ক্ষেত্রে তাঁর অসামান্য ত্যাগ ও কুরবানী স্মরণীয় হয়ে থাকবে। তিনি ঐক্যকামী ছিলেন। ইসলামপন্থিদের ঐক্য তিনি মনেপ্রাণে কামনা করে সে আলোকে কাজ করে গেছেন। সেই ঐক্যপ্রয়াসী চেতনা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কাজ সর্বদা অব্যাহত থাকবে।
দেশের জনগণ এখন আগের চেয়ে রাজনৈতিকভাবে অনেক সচেতন। আগামী নির্বাচনে লুটেরাদের বর্জন করে জনগণ ইসলামী শক্তিকেই গ্রহণ করবে ইনশাআল্লাহ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম, আই এ বি জেলা শাখার সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর কবির, আই এ বি জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ জোবায়ের হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা হাফেজ মাওলানা মুজিবুর রহমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আগামী জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীকে নারায়ণগঞ্জের সকল আসনের সম্ভাব্য প্রার্থীগণ। মুফতি ইমদাদুল্লাহ হাশেমী (নারায়ণগঞ্জ – ১), মুফতি হাবিবুল্লাহ হাবিব (নারায়ণগঞ্জ – ২), ফারুক আহমদ মুন্সীব(নারায়ণগঞ্জ – ৩),মুহাম্মাদ শফিকুল ইসলাম (নারায়ণগঞ্জ – ৪), এবং মুফতি মাসুম বিল্লাহ (নারায়ণগঞ্জ – ৫)
এছাড়াও প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও অধ:স্থন শাখার দায়িত্বশীলগণ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...