নারায়ণগঞ্জ - ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী / বিএনপি’র শীর্ষ তিন নেতার সাথে বৈঠকে প্রফুল্ল প্রফেসর আলীয়ার হোসাইন


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ – ৫ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ডা. আলীয়ার হোসাইন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে শুলশান অফিস কার্যালয়ে স্বাক্ষাৎ করেছেন। এসময় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
সম্প্রতি প্রফেসর ড. আলীয়ার হোসাইন তার ফেজবুক পেইজে এ সাক্ষাতের কয়েকটি ছবি পোস্ট করে সকল কিছুর জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পোস্টে লিখেন, ” আলহামদুলিল্লাহ ! গুলশান অফিসে বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা এবং রাষ্ট্রবিজ্ঞানীদের সাথে সাক্ষাৎ ! তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তাদের সকলের প্রতি শ্রদ্ধা ও সালাম ! তারা আমাদের উন্নত বাংলাদেশের জন্য নেতৃত্ব দেবেন ! ছবির ক্যাপশনে ইংরেজিতে এ লেখাগুলো হুবহুব তুলে ধরা হলো। “Alhamdulillah for everything! Meeting with top political leaders and political scientists of Bangladesh at Gulshan Office! We have so much to learn from them. Respect and salute to all of them! They will lead us for a better Bangladesh!
প্রফেসর ড. আলীয়ার হোসাইন তার ফেসবুকে বিএনপির প্রথম সারি নেতৃবৃন্দকে নিয়ে ছবি সহ পোস্ট দেওয়ায় রাজনৈতিক অঙ্গন, রাজনৈতিক বিশ্লেষক ও সাধারন জনতাদের মধ্যে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে। নারায়ণগঞ্জ – ৫ আসনে বিএনপির মনোনয়নে টিকিট পাওয়ার দৌড়ে কোন প্রার্থী এগিয়ে তা নিয়ে শুরু হয়েছে না জল্পনা কল্পনা। অনেকেই মতামত জানিয়ে বলেছেন, আগামীতে নির্বাচন এ সময়ে সম্ভাব্য প্রার্থীরা কেন্দ্রীয় শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথে সার্বক্ষবিক যোগাযোগ ও সম্পর্ক স্থাপন করবেন। দলীয় নির্দেশনায় সম্ভাব্য প্রার্থীরা নানা রকম কর্মসূচী পালন করবেন।
তবে ঐ ছবিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান সহ স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী তারা তিনজন চা পান করে খোসগল্প করছিলেন। এসময় প্রফেসর ড. আলীয়ার হোসাইন পাশে বসে হাস্যজ্জল হয়ে মনোযোগ সহকারে তাদের কথা শুনছিলেন ও মাঝে মাঝে উত্তর দিচ্ছেলেন। এসময় তাদের তিন নেতার সাথে আলীয়ারকে হস্যজ্জোল খোসমেজাজে দেখা গেছে।
তার পোস্টে সবকিছুর জম্য প্রথমে মহান আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলেছেন ! এবং শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা এবং রাষ্ট্রবিজ্ঞানীদের সাথে সাক্ষৎের বিষয়বস্তুগোলো একটুবপরিস্কার করা প্রয়োজন।
শীর্ষ ও ত্যাগী নেতাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তাদের সকলের প্রতি শ্রদ্ধা ও সালাম ! তারা আমাদের উন্নত বাংলাদেশের জন্য নেতৃত্ব দেবেন ! বলে প্রফেসর আলীয়ার হোসোন।
তবে এ বিষয়ে নগরবাসি বলছে, বিগত ফেসিস্ট সরকারের সময় দুর্নীতিপ্ররায়নকারী জনপ্রতিনীধিদের পরিহার করতে হবে। এবং নারায়ণগঞ্জে এই ৫টি আসনে নতুন মুখ দেখতে চাই। যারা প্রতিভাবান দেশ রত্ন এই সম্পদকে আমরা খুজে বের করে নির্বাচনে প্রার্থী হিসেবে বেছে নেব। প্রফেসর আলীয়ারের স্টাটাসের বিষয়টি পজিটিভ ভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা । এদিকে নির্বাচনী একটি ছোট ভুল হয়েছে আর বাজার করিয়ে আস।
ডা. আলিয়ার হোসেনের অর্জন ও অগ্রগতি: শিক্ষা, গবেষণা ও সমাজসেবায় এক উজ্জ্বল নক্ষত্র
ডা. আলিয়ার হোসেন, Northumbria University London-এর MSc Advanced Practice (Business, Computing & Cyber Security) বিভাগের প্রধান এবং MSc Business প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম লিডার ও সিনিয়র লেকচারার হিসেবে সুপরিচিত। তিনি Employer Engagement Advisory Board (EEAB)-এর নেতৃত্ব দেন, যেখানে শিল্প ও সামাজিক সংস্থার সঙ্গে সহযোগিতার মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করছেন। এছাড়া, তিনি BA (Hons) Business Enterprise, Creation and Management প্রোগ্রামের লিডার এবং MSc-এর জন্য Business Clinic ও Internship-এর একাডেমিক লিড হিসেবে দায়িত্ব পালন করছেন।
অর্জন ও অগ্রগতি:
শিক্ষাগত নেতৃত্ব:
১৮ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যের সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরামর্শ, লেকচারিং ও প্রকল্প পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছেন। তাঁর প্রকল্পগুলো QAA, Ofsted, BAC, ASIC ও Pearson/Edexcel দ্বারা স্বীকৃত।
আন্তর্জাতিক বক্তা:
যুক্তরাজ্য ও দক্ষিণ এশিয়ায় Change Management, Sustainable Development, CSR, Leadership ও Globalisation বিষয়ে বক্তৃতা দিয়েছেন।
গবেষণা ও প্রকাশনা:
তিনি Sustainable Development Strategy-এ PhD ডিগ্রিধারী। তাঁর দুটি বই— Sustainable Development Handbook – A South Asian Perspective (২০১১) এবং Developing the Ministerial Mindset – A Global View (২০১৩)— টেকসই উন্নয়ন ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এছাড়া, তিনি Journal of Business and Retail Management Research-এর সম্পাদকীয় বোর্ডের সদস্য।
অন্যান্য ভূমিকা:
তিনি Durham University Business School-এ ভিজিটিং প্রফেসর, International Council of Management Consulting Institutes (ICMCI)-এর Academic Fellows-এর চেয়ারম্যান, PhD সুপারভাইজার এবং এক্সটার্নাল এক্সামিনার হিসেবে কাজ করছেন। পাশাপাশি, এক্সিকিউটিভ কোচিং ও ডিপ্লোম্যাটিক প্রশিক্ষণেও নিয়োজিত।
স্বীকৃতি:
তিনি Senior Fellow of the Higher Education Academy (SFHEA)।
সহযোগিতা ও সমাজসেবা:
শিল্প ও শিক্ষা সংযোগ: EEAB-এর মাধ্যমে শিল্প ও সামাজিক সংস্থার সঙ্গে সহযোগিতা করে শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী শিক্ষার সুযোগ তৈরি করছেন।
আন্তর্জাতিক সহযোগিতা: যুক্তরাজ্য ও দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়, কলেজ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। SMEs, পারিবারিক ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান ও অলাভজনক সংস্থার সঙ্গে তাঁর অভিজ্ঞতা রয়েছে।
কোভিড-১৯ গবেষণা: ২০২০ সালে UK Parliamentary Office of Science and Technology (POST)-এর কোভিড-১৯ বিষয়ক বিশেষজ্ঞ জরিপে অবদান রেখেছেন।
সমাজসেবা: দক্ষিণ এশিয়ায় অলাভজনক প্রকল্প, ফ্রি চিকিৎসা সেবা, টেকসই ব্যবসা উন্নয়ন, সুশাসন, দুর্নীতিবিরোধী সচেতনতা ও বৈশ্বিক নাগরিকত্বের প্রচারে সক্রিয়।
ডা. আলিয়ার হোসেন শিক্ষা, গবেষণা ও সমাজসেবায় তাঁর অবদানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রভাব ফেলছেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও উদ্ভাবনী কাজ তরুণ প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা।#