অভিযোগ / চিড়ইপাড়ায় ফরিদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ধামাচাপার চেষ্টা


বন্দর প্রতিবেদকঃ বন্দরে চিড়ইপাড়া নব্য স্ব ঘোষিত মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামিক সমাজ কমিটির আদমশুমারী বিভাগের সুরা সদস্য ফরিদ হোসেনের বিরুদ্ধে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে ।
গত ২৫ জুলাই সন্ধ্যায় চিড়ইপাড়া নিজ বাড়িতে এ ঘটনায় বিচার সালিশে মিমাংশা করা হয় বলে এলাকাবাসী জানিয়েছেন। এসময় তার স্ত্রী ও শশুরবাড়ির লোকজন উপস্থিত ছিলেন ।
এলাকাবাসী জানান, চিড়ইপাড়া কলোনী এলাকার মৃত ইলিয়াস মিয়ার ছেলে ফরিদ হোসেন স্ত্রী রেখে শ্বশুর বাড়ি এলাকার এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। স্ত্রী রেখে জঘন্য আপরাধ ধর্ষণের ঘটনাটি তার শ্বশুর বাড়ির লোকজন এবং মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামিক সমাজ কমিটির কয়েকজন সমন্বয়ে গত ২৫ জুলাই নিজ বাড়িতে বিচার সালিশের মাধ্যমে ধামাচাপা দিয়েছে।
ফরিদ একজন উশৃংখল বখাটে স্বভাবের ফ্যাসিস্ট হাসিনা সরকার আমলে এক আওয়ামীলীগ নেতা ছত্রছায়ায় নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। ৫ আগস্টের পর নিজের অপকর্ম থেকে বাঁচতে চিড়ইপাড়া স্ব ঘোষিত মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামিক সমাজ কমিটির আদমশুমারী বিভাগের সুরা সদস্য হিসাবে দায়িত্ব পেয়ে এখন আরো বেপরোয়া হয়ে উঠেছে। চাঁদার দাবিতে খোকন মিয়ার বসতঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় ফরিদ হোসেন অভিযুক্ত। এছাড়াও মসজিদের ইমামকে হত্যার গুজব ছড়িয়ে মব জাস্টিস তৈরি করে হাবিবুর রহমান নামে একজন মানষিক অসুস্থ রোগীকে পুলিশের হেফাজতে থাকাবস্থায় টেনে হেঁচড়ে মিষ্টির দোকানে পিটিয়ে রক্তাক্ত জখমের ঘটনা ঘটিয়েছে রকি বাহিনী সুরা সদস্য ফরিদ।#