দেবীর কাছে প্রার্থনা সকল অশুভশক্তির বিনাশ ঘটুক / উলু ধ্বনি, চণ্ডীপাঠ, পূজা-অর্চনায় শুভ মহালয়ায় দুর্গাদেবীকে মর্তে আহবান


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ হিন্দুধর্মাবলম্বী ভক্তদের উলু ধ্বনি , চণ্ডীপাঠ ও বিশেষ পূজা-অর্চনা ও সাংস্কৃতিক নৃত্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুভ মহালয়া পালন করে মা দুর্গাদেবীকে মর্তে আহবান করা হয়েছে।
রবিবার ২১ সেপ্টেম্বর ভোরে নারায়ণগঞ্জ শহরে আমলাপাড়া সর্বজনীন পূজা মণ্ডপে দেবী-বন্দনা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, দেবীপক্ষের আনুষ্ঠানিক সূচনার এই তিথিতে দেবী দুর্গা মর্ত্যে আগমন করেন, এবং এর মধ্য দিয়ে দেবীপক্ষের শুরু ও পিতৃপক্ষের শেষ হয়। মহালয়ার অনুষ্ঠানে শত শত হিন্দুবলম্বী ভক্তরা এসে মন্ডপে ভীড় জমায়। দেবী দূর্গার অসুর বধ নাচ ও নৃত্যের তালে তালে গানের মাধ্যমে দুর্গতিনাশিনী দেবী দুর্গার মহাশক্তির রূপ তুলে ধরা হয়।
এসময় ভক্তরা দুর্গতিনাশীনি দূর্গা দেবীর কাছে সুখ সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে প্রার্থনা করেন।নারায়ণগঞ্জে মহালয়ার এ ব্যতিক্রমধর্মী আয়োজনে ভক্তবৃন্দরা মুগ্ধ হয়ে শ্রদ্ধা ভরে দেবী দুর্গাকে মর্তে আহবান করেন।
আজ ২১ সেপ্টেম্বর মহালয়ার শুরুর মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হলো
এবার দেবী দুর্গার আগমন হবে গজে (হাতি) এবং প্রস্থান হবে দোলায়। গজে দেবীর আগমন সমৃদ্ধি, শান্তি ও শস্য-শ্যামলা বোঝায়, যা শুভ ফল নির্দেশ করে। অন্যদিকে, দোলায় দেবীর প্রস্থান মহামারী, দুর্যোগ বা মড়কের আশঙ্কা নির্দেশ করে, যা অশুভ।
আমলাপাড়া সার্বজনীন পূজা কমিটি সভাপতি প্রবীর কুমার সাহা বলেছেন, শুভ মহালয়ার মধ্যদিয়ে অশুভ শক্তির বিনাশ করে মায়ের আগম হয়েছে। আমাদের প্রার্থনা দেশের মঙ্গলকামনা ও সকল অশুভশক্তির বিনাশ ঘটুক। নারায়ণগঞ্জে আনন্দ উদ্দীপনায় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। সার্বিক নিরাপত্তা দিতে প্রশাসনের সাথে একাঠিকবার বৈঠক হয়েছে। এবছর জেলায় মোট ২২৪টি মণ্ডপে দুর্গাপূজার পূজা অনুষ্ঠিত হবে। ২১ সেপ্টেম্বর শুভ মহালয়া ও ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হবে ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে। #