করোনা প্রতিরোধে বাংলাদেশের ভূমিকার প্রসংসা করেলেন মার্কিন রাষ্ট্রদূত
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ ভ্যাকসিন সারা বিশ্বে একশ মিলিয়ন ডোজ বিতরন করেছে। মহামারী করোনা মোকাবেলায় ইউএস-বাংলাদেশ অংশীদারিত্বের এই মাইল ফলক চিহ্নিত করতে রাষ্ট্রদূত পিটার ডি হাস আজ বুধবার সকালে নারায়নগঞ্জ শহরে প্রিপারেটরি স্কুলে শিশুদের মধ্যে টিকাদান কর্মসুচির অনুষ্ঠানে নারায়ণগঞ্জের সিটি মেয়রের সাথে পরিদর্শনের সময় একথা বলেন। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশের ভূমিকার প্রসংশা করে রাষ্ট্রদূতবলেন বাংলাদেশে গৃহিত কর্মসুচি প্রশংসনীয়।এখানে ৭৫% মানুষ ভেকসিনের আওতায়এসেছে যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। এ জন্য তিনি বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান।এসময় নারায়ণগঞ্জ সিটি মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভি বলেন, শুধু স্কুলের শিশুরা নয়, বাইরে থেকে এসেও শিশুরা টিকা নিচ্ছে। আর যারা বাদ পড়বে আমরা তাদেরকে এনেও টিকা দেয়ার ব্যবস্থা করব।নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহযোগীতায় ব্রাক আয়োজিত এই কর্মসূচি পালন করা হয়। তার আগে রাষ্ট্রদূত পিটার হাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় অংশ নেন। সবশেষে সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় রাষ্ট্রদূতের সাথে ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা সেলিনা হায়াৎ আইভী ও জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#