শিরোনাম
মতবিনিময় সভা / পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতে ইসলামীর মতবিনিময়
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচদফা দাবিতে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ভবনে আয়োজিত মতবিনিময় সভায় দলটির নেতারা দাবি করেন, স্বৈরাচার ও ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ করতে হলে পিআর পদ্ধতির নির্বাচনই প্রয়োজন। সভায় নারীর অধিকার বাস্তবায়নসহ দখল দারচাঁদাবাজ ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে জামায়াত ইসলামী প্রতিরোধ গড়ে তুলবে বলে জানান তারা। এছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা, কালো টাকার ছড়াছড়ি ও প্রশাসনের ব্যবহার বন্ধে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান আয়োজকরা।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আয়োজনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন, আবদুর জব্বার, ইকবাল হোসেন ও জেলার আমীর মুমিনুল হক। এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও দলটির স্থানীয় নেতাকর্মীরা। #



