শিরোনাম
অপপ্রচার / না’গঞ্জ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন হৃদয় অপপ্রচার মিথ্যাচারের শিকার
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ ক্লাবের কার্যকরী কমিটির ভাইস প্রেসিডেন্ট মোঃ সাইদুল্লাহ হৃদয় একজন প্রতিষ্ঠিত
ব্যাবসায়ী হিসেবে নারায়ণগঞ্জে হৃদয়ের রয়েছে ব্যপক পরিচিতি। নারায়ণগঞ্জ ক্লাবের হৃদয়ের সকল সদস্যদের প্রিয় মানুষ হিসেবে যথেষ্ঠ কদরও রয়েছে। তাই গত নির্বাচনে সকলের প্রিয় ভাজন সদস্যদের ভালবাসায় বিপুল ভোটে সাইফুল্লাহ হৃদয় ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।

সাইদুল্লাহ হৃদয় লায়নিজমে একজন প্রতিষ্ঠিত লায়ন লিডার। সাফল্যের সাথে হৃদয় লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর সভাপতির দায়িত্ব পালন করেছে। বর্তমানে
ক্লাব মার্কেটিং এন্ড কমিউনিকেশন চেয়ারপার্সন এবং লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫ এ ২ এর রিজোন চেয়ারপার্সন হেড কোয়াটার পদে সুনামের সাথে দায়িত্ব পালান করছেন। পাশাপাশি লায়ন সাইদুল্লাহ হৃদয় বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সেবামূলক কাজে যুক্ত আছেন। তার এমন অগ্রগতি ও সাফল্যে অনেকেই বাঁকা চোখে দেখছে।
কিছুদিন পর নারায়ণগঞ্জ ক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন। এখন থেকে নির্বাচন নিয়ে সদস্যদয়ের মাঝে কানাঘোষা শুরু হয়েছে। বিশেষ করে কে কে আগামী নির্বাচনে প্রার্থী হবে এই নিয়ে আলোচনা সমালোচনা চলছে। আলোচনায় হৃদয়ের নামও রয়েছে সদস্যদের মুখে মুখে। কারণ অনেক সদস্যদের অভিমত, কার্যকরী কমিটির ভাইস প্রেসিডেন্ট হয়ে হৃদয়ের চলাফেরা সদস্যদের সাথে
আচার আচারণ ছিল নমণীয় ও সৌহার্দ্যপূর্ণ। তাই সদস্যদের মাঝ থেকে দাবি উঠেছে আগামীতেও হৃদয় নির্বাচন করুক।
হৃদয়ের জনপ্রিয়তার কারণে ইতিমধ্যে একটি পক্ষ তার বিরুদ্ধে আধাজল খেয়ে মাঠে নেমেছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। যা নয়, তা বলে হৃদয়ের বিরুদ্ধে ঐ চক্রটি অপপ্রচার, মিথ্যাচার, ষড়যন্ত্র শুরু করেছে। ইতিমধ্যেই হৃদয়কে নিয়ে হৃদয়ের জনপ্রিয়তায় ধস নামানোর জন্য বিভিন্ন ফেইক আইডিতে মিথ্যা সংবাদ প্রকাশ করছে, যার সাথে বাস্তবতার কোন মিল নেই। এমনও তথ্য দিয়ে প্রচার করেছে যে, সাবেক কাউন্সিলর ডিস বাবুর ডিস ব্যাবসা হৃদয় নিয়ন্ত্রণ করছে। অথচ, হৃদয়ের অনেক বড় ধরনের ক্ষতি করেছে ডিস বাবু যা বলে বা লিখে বোঝানো যাবে না।

মিথ্যাচার, অপপ্রচার সম্পর্কে হৃদয়ের বক্তব্য একটাই আমি ভালো তো জগৎ ভালো। মিথ্যাচার অপপ্রচার যাই হোক- আমার সম্পর্কে নারায়ণগঞ্জ ক্লাবের প্রিয় সদস্যরা সকলেই অবগত আছে। জেলার কর্মরত সকল সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে হৃদয় বলে, যে, যেই পেশায় থাকি না কেনো, দিন শেষে পরিচয় একটাই আমরা নারায়ণগঞ্জবাসী। কারও প্ররচনাণ ফেইক আইডির রিপোর্টকে প্রাধান্য না দেয়ার জন্য
তার সকল শুভানুধ্যায়ী জেলার কর্মরত সকল সাংবাদিকদের অনুরোধ জানিয়েছন সাইদুল্লাহ হৃদয়।
একই সাথে পথে প্রান্তরে নামে যে ফেসবুল আইডি থেকে অপপ্রচার করা হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি জানান, পথে প্রান্তর পেইজের কার্যক্রম সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থাকে অবহিত করা কয়েছে। প্রয়োজনে মানহানি মামলা করা হবে।
এ বিষয়নে আমরা নারায়ণগঞ্জবাসি সংগঠনের সাধারণ সম্পাদক ও লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর সভাপতি নাসির উদ্দিন মন্টু, সাইদুল্লাহ হৃদয়ের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, একজন সম্মানিত ব্যাক্তিকে মানহানি করা আইনানুসারে অপরাধ।
কোন সংবাদ মাধ্যমে নিউজ না করে একটি ফেসবুক পেইজ ফেগ আইডি থেকে অপপ্রচার করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানাচ্ছি। এই ফেসবুক পেইজ থেকে কারা অপপ্রচার চালিয়েছে তদন্ত করে তাদের আইনের আয়তায় আনা হোক। #



