ফাইনাল খেলা / পীরজাদা মারুফ সিরাজ শাহ’র জন্মদিনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ পীরজাদা মারুফ সিরাজ শাহ্’র জন্মদিন উপলক্ষে শুক্রবার। (৫ ডিসেম্বর ২০২৫) বাদ আছর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কাদরিয়া ভান্ডার সিরাজ শাহ্’র আস্তানা মাঠ প্রাঙ্গনে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন, শহিদি মসজিদ বনাম ডি, এস ক্লাব।

ফাইনাল খেলার ফলাফল ড্র হয়, পরবর্তীতে ট্রাইবেকারে বিজয়ী হয় শহিদি মসজিদ। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাস্ট্রীয় পদক প্রাপ্ত, সাবেক জাতীয় ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ইকরাম ঢালী ব্যবস্থাপনা পরিচালক পিনাকেল গার্মেন্টস, প্রাইভেট লিমিটেড। বি.এ জোবায়ের নিপু সাবেক জাতীয় ফুটবলার। ওয়ালী ফয়সাল সাবেক জাতীয় ফুটবলার।

মোঃ রফিউর রাব্বি আহবায়ক, নাগরিক আন্দোলন নারায়ণগঞ্জ জেলা। মোঃ জাকির হোসেন সাবেক জাতীয় ফুটবলার। মোঃ সুজন সাবেক জাতীয় ফুটবলার, সম্রাট হোসেন এমিলি সাবেক জাতীয় ফুটবলার। মোঃ আমান সাবেক জাতীয় ফুটবলার। আজমল হোসেন বিদ্যুৎ সাবেক জাতীয় ফুটবলার। দীর্ঘ এক মাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের সফলতা উপহার দিয়েছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সহ ধন্যবাদ জ্ঞাপন করেছেন, পীরজাদা ইফ্তি সিরাজ শাহ্ ও মারুফ সিরাজ শাহ্। ফুটবল টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা করছেন কাদরিয়া ভান্ডার সিরাজ শাহ’র আস্তানা, পুরান বন্দর, নারায়ণগঞ্জ #



