ঐতিহ্যবাহী প্রিপারেটরী স্কুলের নাম পরিবর্তনে ক্ষোভ | ইতিহাস ঐতিহ্য পরিবর্তন অপরাধ
হাসান উল রাকিব-নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ “নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের” নাম পরিবর্তন করে নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরি স্কুল নাম করন করা হয়েছে। প্রিয় এই স্কুলের নাম পরিবর্তন করায় প্রাক্তন ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃস্টি হয়েছে। এমন অনেক প্রাক্তন ছাত্রছাত্রী নারায়ণগঞ্জের খবরকে তাদের ক্ষোভের কথা জানিয়ে বলেছেন, প্রিয় এই ঐতিহ্যবাহী স্কুলটির নাম কেন পরিবর্তন করা হলো ? নাম পরিবর্তনের মাধ্যমে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের ইতিহাস বিকৃত করা হয়। কারন এই নামের সাথে অনেক ইতিহাস সম্মান, ঐতিহ্য জড়িত। আর বাংলাদেশ সরকার এখন আর কালেক্টরেট শব্দটি ব্যাবহার করে না। তাই এই নামটি অযুক্তিক ভাবে রাখা হয়েছে। এ বিষয়ে নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংবাদিক ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এটিএন নিউজ ও এটিএন বাংলার নারায়ণগঞ্জ প্রতিনিধি আবদুস সালাম গত ১৬ নভেম্বর তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছেন, নারায়নগঞ্জ প্রিপারেটরী স্কুলের নাম পরিবর্তন করে কিভাবে কালেক্টরেট স্কুল করা হলো তার ব্যাখা কর্তৃপক্ষকে দিতে হবে । আসুন প্রতিবাদ করি। তার এই স্ট্যাটাসে অনেকেই লাইক দিয়ে এই প্রতিবাদের সাথে একমত পোষন করে কমেন্ট করেছেন। এ বিষয়ে বিশিষ্ট সাংবাদিক আবদুস সালাম বলেছেন, এমন সিদান্ত মেনে নেওয়া যায়না। সেখানে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী ও অধিকাংশ অভিভাবকদের মনে ক্ষোভের সৃস্টি হয়েছে। জেলা প্রশাসককে বলবো তারা এমন সিদ্ধান্ত পরিবর্তন করে ঐতিহ্যবাহি প্রিপ্রারেটরী স্কুলের আগের নাম রাখা হোক। এ বিষয়ে বর্তমান ছাত্রছাত্রীদের কয়েকজন অভিভাবকের সাথে কথা হলে তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অযুক্তিক ভাবে এই স্কুলের নাম পরিবর্তন করা হয়েছে। এটা আমরা মেনে নিতে পারছি না। বাচ্চারা স্কুলে পড়ে তাই প্রকাশ্যেও কোন প্রতিবাদ করতে পারছি না। আমাদের দাবি। ঐতিহ্যবাহী এই স্কুলের নতুন নাম থেকে কালেক্টরেট শব্দটি বাদ দেওয়া হোক। এ বিষয়ে জেলা প্রশাসকের দৃস্টি আকর্ষন করছি বলে অভিভাবকরা জানিয়েছেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক ও বাংলা ভিশন টিভি’র নারায়ণগঞ্জ প্রতিনিধি আফজাল হোসেন পন্টি জানিয়েছেন, আমি এ স্কুলের প্রাক্তন ছাত্র। কি করে এমন একটি ঐতিহ্যবাহী স্কুলের নাম পরিবর্তন করা হলো। সম্পূর্ন অযুক্তিক ভাবে এ নাম পরিবর্তন করা হয়েছে। একটা স্কুলের নাম ঐ প্রতিষ্ঠানের ঐতিহ্যবহন করে। আর এ সিদ্ধান্তে বিকৃত করা হয়েছে। আমাদের সকল সহপাঠীদের একই দাবি এ স্কুলের নাম থেকে কালেক্টরেট শব্দটি বাদ দেওয়া হোক। বাংলাদেশের কোন আইনে আছে কালেক্টরেট শব্দটি নামের সাথে যুক্ত না করলে এমপিও ভুক্ত হওয়া যাবে না। আর বলা হচ্ছে অভিভাবকদের মতামত নিয়ে এ নাম পরিবর্তন করা হয়েছে, এটা অভিভাবকদের বিষয়না এটা নারায়ণগঞ্জ বাসি ও প্রাক্তন ছাত্রছাত্রীদের বিষয়। এ বিষয়ে প্রিপারেটরী স্কুলের প্রাক্তন ছাত্র নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও চ্যানেল ২৪ টিভি’র স্টাফ রিপোর্টার নারয়নগঞ্জ অহসান সাদিক বলেন, “ইতিহাসের সাথে কোন কিছু সংযুক্তি বা বাদ দেয়ার কোন সুযোগ নেই। ইতিহাস বদলে দেয়া ক্ষমার অযোগ্য অপরাধ। প্রিপারেটরি স্কুলে এ দেশের অনেক সনামধন্য ও গুনি জনেরা লেখাপড়া করেছেন। তাদের জীবনগল্পে এ স্কুলের নাম বার বার উঠে এসেছে। স্কুলের নাম পরিবর্তন করে একটি সুবিধালোভী গোষ্টি একটি গর্বের ইতিহাসে বিভ্রান্তি সৃষ্টি করে দিয়েছে। এই অপরাধকে সুযোগ দেয়া যাবে না। “স্কুলের নাম পরিবর্তনের বিষয়ে প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক জানিয়েছেন, স্কুলটি এমপিওভুক্ত করা সহ সরকারী সুযোগ সুবিধা বৃদ্ধি করতে জেলা প্রশাসক কালেক্টরেট অংশটুকু যুক্ত করেছে। আর স্কুলের অভিভাবকদের মতামত নিয়েই আমরা এটা করেছি। এখানে স্কুলের নাম পরিবর্তন করা হয়নি নামের সাথে শুধু কালেক্টরেট লেখাটি যুক্ত করা হয়েছে। ##