শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরন
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ বন্দরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত ২ জন রোগীকে ১ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এ অনুদানের চেক বিতরণ করেন। চেক বিতরণ কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশীদ বলেন, মানুষ মানুষের জন্য। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তা প্রমান করেছেন। অসহায় মানুষের পাশে তিনি সব সময় আছে এবং থাকবে। অসহায় মানুষদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য তিনি ক্যান্সার আক্রান্ত রোগীদেরকে সরকারি অনুদান প্রদান করছে। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি সব সময় যেন আপনাদের পাশে থাকতে পারে। চেক প্রদান কালে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সমাজ সেবা কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ রশীদ ক্যান্সার আক্রান্ত রোগী আফজাল হোসেনের চেক তার মেয়ে মনিষা ও ক্যান্সার আক্রান্ত রোগী শিমা বেগমের চেক তার ছেলে মান্নান ভ‚ইয়ার হতে ৫০ হাজার টাকা চেক তুলে দেন। #