শিরোনাম
রাত ৩ টায় নগর জুড়ে ব্রাজিল সমর্থকদের বিজয়োল্লাস | প্রধান সড়ক হয় ফুটবল মাঠ
হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবরঃ ২৫ নভেম্বর রাত সাড়ে তিনটা নারায়ণগঞ্জের শহর জুড়ে ব্রাজিল সমর্থকদের বিজয় উল্লাস। ফুটবল কিংবদন্তী পেলের দল ব্রাজিল ২-০ গোলে সার্বিয়াকে হারিয়ে জয় লাভ করেছে। প্রিয় দলের বিজয়কে অভিনন্দন জানাতে ব্রাজিলের জার্সি পড়ে পতাকা হাতে নিয়ে দল বেধে জয়োল্লাস করে আসতে থাকে শহরের ২ নং রেলগেইট পয়েন্টে। আবার কেউ ফুটবল নিয়ে আসে। আলী আহম্মদ সিটি নগর পাঠাগারের সামনে বঙ্গবন্ধু সড়ককে মাঠ বানিয়ে শুরু করে ফুটবল খেলা। মোটর সাইকেল প্রাইভেট কার, নোয়া ও অটো রিক্সায় চেপে আসতে থাকে সমর্থকরা। সবাই একত্রিত হয়ে ব্রাজিলের বিজয়ে নানা শ্লোগান ধরে বিজয় উল্লাস করতে থাকে। গত বিশ নভেম্বর ফিফা বিশ্বকাে খেলা শুরু হয়ে ২৫ নভেম্বর ৫ দিনের খেলায় বড় তারকা দলের এটাই প্রথম বিজয়। এ সময়ে খেলায় দুটি বড় অঘটন আর্জেন্টিনা ও জার্মানি সৌদি আরব ও জাপানের শক্তির কাছে প্রথম খেলায় পরাজিত হয়ে কোপকাত। আর ব্রাজিলের প্রথম খেলা বিজয়ের সূচনা এটা আরো বাড়তি আনন্দ যোগায় ব্রাজির সমর্থকদের। বিশ্বকাপে বাংলাদেশ তথা নারায়ণগঞ্জেও আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক বেশী। তবে স্পেন ইংল্যান্ড জার্মান সহ সব গুলো দলেরই কমবেশি সর্থক আছে। তারা সকলেই চায় নিজ দল এবার চ্যাম্পিয়ন হোক। সামনে কেন দল শক্তি ও দাপটে বিশ্বকাপের মাঠে ফুটবল গড়িয়ে বিজয় ছিনিয়ে এনে চ্যাম্পিয়ন হবে এটা সমই বলে দেবে। #