নারায়ণগঞ্জ  রবিবার | ১৬ই নভেম্বর, ২০২৫ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ হেমন্তকাল | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   প্রীতি ফুটবল ম্যাচে সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের জয়   |   বিশ্ব ডায়াসেটিক দিবসে সচেতনতা র‍্যালী, বিনামূল্যে স্বাস্থ্য সেবা আলোচনা সভা    |   জনগণ আ’লীগের ডাকা লকডাউনে সামান্য পরিমাণও সাড়া দেয়নি – এ্যাডঃ সাখাওয়াত   |   মসজিদ আল্লাহর ঘরে আইনজীবী, বিচারপ্রার্থী সবাই ইবাদত করবেন – এড. আনোয়ার   |   লকডাউনে নাশকতা এড়াতে র‌্যাবের চেকপোস্ট ও টহল কঠোর নজরদারি   |   লকডাউনের বিরুদ্ধে যুবদল নেতা রিয়াদ ও সাইফুলের অবস্থান কর্মসূচি পালন   |   আওয়ামীলীগের লকডাউন ঠেকাতে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   ৪ আসনে মোহাম্মদ আলীকে এমপি প্রার্থী’র মনোনয়ন চাইলেন তৃনমূল মুক্তিযোদ্ধারা    |   বন্দরে দেশের বিশ্বস্ত ও স্বীকৃত সেফটি ট্রেনিং প্রতিষ্ঠানের শুভ উদ্ধোধন    |   দলের সিদ্ধান্তই আমাদের একমাত্র পথনির্দেশনা – মাসুদুজ্জামান মাসুদ   |   ১৩ নভেম্বর গণহত্যার রায়ে লকডাউন আহ্বানের বিরুদ্ধে টিপু’র বিশাল মিছিল   |   বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলমের গণসংযোগে ব্যাপক সাড়া   |   জুলাই আন্দোলনে শহীদের শিশু সন্তানের হাতে দিয়ে নমিনেশন সংগ্রহ জাবেদ আলম   |   উদাসীনতায় বন্দর ২০নং ওয়ার্ডের ১০০ফিট সড়কে ময়লা-আবর্জণার স্তূপ    |   মাদক মামলায় এজ যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ   |   মা ও শিশু কল্যান কেন্দ্রে ডিসির মাতৃস্বাস্থ্য নিশ্চিতকরণে কার্যকর উদ্যোগ   |   বিডিএস জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন   |   মাসুদুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের বাড়ি বাড়ি হাজির হবেন – সেন্টু   |   শহীদ জিয়া শুধু রণাঙ্গনে যুদ্ধ করেননি দেশের ক্রান্তিকালে হাল ধরেছেন – মুহাম্মদ গিয়াসউদ্দিন   |   পীরজাদা মারুফ সিরাজ শাহর জন্মদিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
 প্রচ্ছদ   মহানগর   বেড়াতে এসে স্কুল ছাত্রী ধর্ষন | লম্পট শামীম গ্রেপ্তার
বেড়াতে এসে স্কুল ছাত্রী ধর্ষন | লম্পট শামীম গ্রেপ্তার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
বন্দর প্রতিবেদকঃ বন্দরে বেড়াতে এসে স্কুল ছাত্রী (১২)কে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের ঘটনায় অভিযুক্ত  ধর্ষক শামীম (১৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর ) রাতে বন্দর উপজেলার কুশিয়ারাস্থ সুতারপাড় এলাকায় অভিযান চালিয়ে ওই লম্পটকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত ধর্ষক শামীম উল্লেখিত এলাকার নূর ইসলাম বেপারী ছেলে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বন্দর উপজেলার কুশিয়ারা পশ্চিমপাড়া এলাকায় এ ধর্ষনের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ধর্ষিতা স্কুল ছাত্রী পিতা বাদশা মিয়া বাদী হয়ে লম্পট শামীমকে আসামী করে  ঘটনার ওই রাতে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। পরে পুলিশ গ্রেপ্তারকৃত ধর্ষক শামীমকে শুক্রবার দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে। মামলার তথ্য সূত্রে জানা গেছে, সুদূর রংপুর জেলার পীরগাছা থানার পশ্চিম  দেবু এলাকার আমির হোসেন মিয়ার ছেলে বাদশা মিয়া ও তার পরিবার দীর্ঘ দিন ধরে বন্দর উপজেলার কুশিয়ারা পশ্চিমপাড়া এলাকার জনৈক মুকবুল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। এর ধারবাহিকতায় বন্দর উপজেলার কুশিয়ারা সুতারপাড় বড় মসজিদ এলাকার নুর ইসলাম মিয়ার ছেলে  শামীমের পাশের বাসা বাদী বাদমঅ মিয়া ও তার পরিবার ভাড়া থাকত। ভাড়া থাকা অবস্থায় লম্পট শামীম বাদী স্কুল পড়–য়া মেয়েকে বিভিন্ন ভাবে উক্তাক্ত করে আসছিল। এক পর্যায়ে বাদশা মিয়া তার মেয়েকে তার দেশের বাড়ি সুদূর রংপুরে পাঠিয়ে দিয়ে ভাড়াকৃত বাড়ি বদল করে বর্তমান ঠিকানায় বসবাস করে আসছে। গত ১৯ নভেম্বর বাদী মেয়ে স্কুলের পরিক্ষা শেষ হওয়ায় সে তার পিতা মাতার কাছে বেড়াতে আসে। লম্পট শামীম স্কুল ছাত্রী আগমেনর কথা জানতে পেরে সেখানেও তাকে উক্তাক্ত করতে শুরু করে। এক পর্যায়ে গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বাদীর স্কুল পড়ুয়া মেয়ে তার ভাড়াকৃত বাসা হইলে ওই সময় উৎপেতে থাকা লম্পট শামীম ওই স্কুল পড়ুয়া মেয়েকে মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ভাবে ধর্ষন করে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে পুলিশ এ মামলায় লম্পট ধর্ষক শামীমকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...